শ্রীনগর : ভারত-পাক সংঘাতের আবহে স্বাভাবিকভাবেই নিরাপত্তা মজবুত ও আঁটোসাঁটো করা হয়েছে সীমান্ত এলাকাগুলিতে।(Border Security) এবার জম্মু ও কাশ্মীরের সীমান্ত এলাকার তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করল বিএসএফ। ভিলেজ ডিভেন্স গার্ড বা গ্রামরক্ষী বাহিনীর আওতায় চলছে এই প্রশিক্ষণ-পর্ব।
Read More: সেনাকে সম্মান জানিয়ে আগামী সপ্তাহেই প্রস্তাব পেশ রাজ্য বিধানসভায়, থাকবেন মুখ্যমন্ত্রী
ইতিমধ্যেই বিএসএফের তরফে জানানো হয়েছে, সামরিক প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি অনুপ্রবেশ বন্ধ, ড্রোন ব্যবহার করে চোরাচালান-সহ সীমান্ত এলাকায় একাধিক অবৈধ কাজ বন্ধে বিএসএফকে সাহায্য করতে পারবে তরুণরা। আধিকারিকরা জানিয়েছেন, অস্ত্র চালানো, আত্মরক্ষার প্রশিক্ষণ ছাড়াও হঠাৎ করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে কী করতে হবে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এসব বিষয়েও।(Border Security)

বিএসএফের বিভিন্ন পোস্টে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। পুরুষ ছাড়াও মহিলাদেরও আপৎকালীন পরিস্থিতিতে ঠিক কী কতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিএসএফের তরফে এও জানানো হয়েছে, প্রশিক্ষণ হয়ে গেল রাতের বেলা গ্রাম পাহারা, অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটলে তৎক্ষণাৎ সেই খবর বিএসএফের কাছে পৌঁছে দেওয়ার কাজ করবে প্রশিক্ষণ পাওয়া তরুণরা। জানা গিয়েছে, প্রশিক্ষণ নিচ্ছেন শিক্ষক ও পঞ্চায়েতের প্রধানরাও।
Link: https://x.com/ekhonkhobor18/status/1930671973035880673?s=19
এপ্রসঙ্গে বিএসএফের এক আধিকারিক জানান, “এই প্রশিক্ষণ নেওয়ার জন্য তরুণদের মধ্যে বিশেষ উৎসাহ দেখা যাচ্ছে।” প্রশিক্ষণ শেষ হলে সীমান্তের একাধিক তথ্য খুব তাড়াতাড়ি বিএসএফের কাছে পৌঁছে যাবে। আর এতেই সহজেই অনুপ্রবে-সহ একাধিক অবৈধ কার্যকলাপ আটকানো সম্ভব হবে বলে আশাবাদী বিএসএফের আধিকারিকরা।