কলকাতা: আপাতত বর্ষা ঢুকছে না দক্ষিণবঙ্গে। হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর অনুকূল নয়, বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তাই নির্ধারিত সময় ১০ জুন পার করেই বঙ্গের দক্ষিণভাগে আসবে বর্ষা, এমনই ইঙ্গিত আবহাওয়া দফতরের।(Weather Station) ১২ জুন আবহাওয়ার পরিবর্তন বা হওয়ার গতিবেগ বদলাতে পারে। বৃষ্টির সম্ভাবনাও বাড়বে।
Read More: মৃত্যুমিছিলে নাবালক, নাবালিকাও! বেঙ্গালুরুর পদপিষ্টে নিহতদের তালিকা প্রকাশ
উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তরে উপরের পাঁচ জেলাতে আজও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির আশঙ্কা। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বেশ কিছুটা কমবে। একটানা বৃষ্টিতে ধসের আশঙ্কা এবং নদীর জলস্তর বাড়ছে। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামিকাল, শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে।

হাওয়া অফিসের(Weather Station) পূর্বাভাস, বৃহস্পতিবার কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। ৩০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে হাওয়ার গতিবেগ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। ঝোড়ো বাতাস বইবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা কম বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায়। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। গরম ও অস্বস্তি বাড়বে। তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1930557463880733121
উল্লেখ্য, মঙ্গলবার রাতের বৃষ্টির পর বুধবার সকালে তাপমাত্রা এক ধাক্কায় ৬ ডিগ্রি কমে গিয়েছিল। বৃহস্পতিবার ফের তা বেড়ে গিয়েছে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস।