কলকাতা: রাজ্যের দাবি নিয়ে একাধিকবার মমতা(Mamata Banerjee)দিল্লি গিয়েছেন। প্রধানমন্ত্রীকেও দাবিপত্র তুলে দিয়েছেন। মোদি প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছু হয়নি। তবু গণতান্ত্রিক রীতি মেনে আবারও রাজ্যের বিপুল বকেয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তিনি তুলে ধরতে চান। সেইমতোই ফের দিল্লি রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Read More: মোদীরাজ্যে নৃশংস অত্যাচারের শিকার বাংলার নাবালক, গর্জে উঠল তৃণমূল
জানা গিয়েছে, বাংলার দাবিকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময় চেয়েছে নবান্ন। আগামী সোমবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee)মঙ্গলবার প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে। দিল্লি সফরে তৃণমূলের সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। একটি পার্টি অফিসেরও উদ্বোধন করার কথা। তবে মুখ্যমন্ত্রী বিস্তারিত কর্মসূচি পরে জানানো হবে।

নবান্ন সূত্রে খবর, এই মুহূর্তে নানা প্রকল্প ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণের অর্থ বাবদ রাজ্যের বকেয়া প্রায় ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা। আটকে রয়েছে একশো দিনের কাজ, বাংলার বাড়ি প্রকল্পের টাকাও। ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার অর্থ আটকে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
Link: https://x.com/ekhonkhobor18/status/1930275020627906730?s=19
নিজের ভাঁড়ার থেকে টাকা দিয়ে প্রকল্পগুলিকে চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বকেয়া অর্থ চেয়ে কেন্দ্রকে বারবার চিঠিও দিয়েছেন। কিন্তু কোনও লাভ হয়নি। এবার দিল্লি সফরে বিষয়টি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।