কলকাতা : সাম্প্রতিক অতীতে বারবার প্রকাশ্যে এসেছে ভিনরাজ্যে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের নির্যাতিত হওয়ার ঘটনা। আর এবার ফুটে উঠল বাংলার এক নাবালকের(Child Labour) উপর অমানুষিক অত্যাচারের চিত্র। ঘটনাস্থল খোদ প্রধানমন্ত্রীর রাজ্য। উক্ত নাবালককে জোর করে কাজ করানো হত গুজরাটের গয়নার কারখানায়। এক্স হ্যান্ডলে ছবি শেয়ার করে মোদীকে একহাত নিয়েছে বাংলার শাসকদল তৃণমূল।
Read More: আর অধরা নয় ‘মাধুরী’! বহুপ্রতীক্ষিত আইপিএল ট্রফি জিতে আবেগঘন বার্তা বিরাটের
বুধবার তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডল থেকে দু’টি ছবি শেয়ার করা হয়। পাশাপাশি নির্মম ওই ঘটনার বিবরণ দেওয়া হয়। তৃণমূলের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন রাজ্য গুজরাটে শুধুমাত্র শিশুশ্রমিকের(Child Labour) মতো অবিচারই নয়, অমানবিক আচরণ করা হয়েছে। কালনার নাবালক গণেশ দুর্লভকে জোর করে গুজরাটের গয়নার কারখানায় কাজ করা হয়। সেখানে নৃশংস অত্যাচারও চালানো হয়। তার ফলে একাধিক চোট-আঘাত লেগেছে তার। আপাতত আতঙ্কে দিন কাটাচ্ছে সেই ছেলেটি। এহেন ঘৃণ্য অত্যাচারের নিন্দা করে তৃণমূল আশ্বাস দিয়েছে, ওই নাবালকের সুস্থতা এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
গত কয়েক মাস ধরেই বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হওয়ার অভিযোগ উঠছে। কখনও মারধর, কখনও তাঁদের উপর হামলা, লুটপাট, উপার্জন কেড়ে নেওয়া, কখনও আবার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ শোনা গিয়েছে। এনিয়ে অভিযোগ জানালে স্থানীয় পুলিশের সাহায্য পাওয়া যাচ্ছে না বলেও তাঁরা অভিযোগ করেছেন। এসব খবর কানে পৌঁছতেই অবশ্য রাজ্যের তরফে পরিযায়ী শ্রমিকদের জন্য গঠিত কমিটির তরফে দায়িত্বপ্রাপ্ত, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম তড়িঘড়ি তাঁদের পাশে দাঁড়িয়েছেন। নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন রাজ্যে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1930268779029651920?s=19
পাশাপাশি, বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহকে চিঠি পাঠিয়ে কেন্দ্রের উপর চাপ তৈরি করেছেন দুই সাংসদ, ইউসুফ পাঠান ও সামিরুল ইসলাম। ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগে বারবার সুর চড়িয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর এবার ভিনরাজ্যে নাবালকের উপর অত্যাচারের ঘটনায় ফের নতুন করে শোরগোল তৈরি হল রাজনৈতিক মহলে।