নয়াদিল্লি: অপারেশন সিঁদুরের পরই কর্নেল সোফিয়া কুরেশির নাম শিরোনামে উঠে আসে। কুরেশিকেকে(Sofia Qureshi নিয়ে কুমন্তব্য করে বিতর্কে জড়ান মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ। এমনকী সেই মামলা শীর্ষ আদালত পর্যন্ত গড়ায়। এবার সেই বিজেপি মন্ত্রী ফের চর্চায়। ধর্ষিতার পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ উঠল বিজয় শাহের বিরুদ্ধে।
Read More: কুরেশিকে নিয়ে কুমন্তব্যের পর ধর্ষিতার পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে
বিজেপিশাসিত মধ্যপ্রদেশে এক ধর্ষিতার পরিবারের সঙ্গে বিজয়ের(Sofia Qureshi) ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। জানা যাচ্ছে, সম্প্রতি খান্ডওয়াতে নির্যাতিতার বাড়িতে আর্থিক সাহায্য পৌঁছে দিতে যান বিজয়। পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন তিনি। সেই ছবি তোলেন বিজেপির স্থানীয় নেতাকর্মীরা। পরে সেই ছবি সমাজমাধ্যমে আপলোড করা হয়। যা দ্রুত ভাইরাল হয়।
ধর্ষিতার পরিবারের পরিচয় প্রকাশ্যে আনা আইনত অপরাধ। ফলে এই ঘটনায় যৌন নিপীড়নের মামলায় ভুক্তভোগীদের পরিচয় রক্ষাকারী আইন লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ উঠছে। কুরেশিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে এমনিতেই চর্চায় ছিলেন বিজয় শাহ। ফের এই কান্ড ঘটিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি মন্ত্রী।
Link: https://x.com/ekhonkhobor18/status/1930247727029596447
প্রসঙ্গত, সাংবাদিক বৈঠক করে গোটা দেশকে অপারেশন সিঁদুরের বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন কর্নেল সোফিয়া কুরেশি ও বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং। অপারেশ সিঁদুরের বিফ্রিংয়ে দুই মহিলা আধিকারিককে সামনে এনে দেশের নারীশক্তিকে তুলে ধরার পাশাপাশি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছিল গোটা বিশ্বকে। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি সোফিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ।