নয়াদিল্লি : ভুয়ো বা ‘ভূতুড়ে’ ভোটার নিয়ে ইতিমধ্যেই বিতর্কে তোলপাড় হয়েছে রাজনৈতিক মহল। প্রশ্ন উঠেছে ভোটদানের হার নিয়েও। সেই সমস্যার সুরাহায় নতুন পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশন।(Election Commission of India) এবার থেকে নির্বাচন চলাকালীন জানা যাবে ‘রিয়েল টাইম’ ভোটদানের হার। পুরো কাজটি হবে একটি অ্যাপের সাহায্যে। যার নিয়ন্ত্রণ থাকবে প্রিসাইডিং অফিসারের হাতে।
Read More: ‘অপারেশন সিঁদুর’-এ ছারখার পাকিস্তানের ‘সন্ত্রাসী’ আঁতুড়ঘর, প্রকাশ্যে নতুন তথ্য
জাতীয় নির্বাচন কমিশন(Election Commission of India) জানিয়েছে, উক্ত পদ্ধতিটিকে ভোটার টার্নআউট রেশিও বা ভিটিআর বলা হচ্ছে। ‘ECINET’ অ্যাপের সাহায্যে প্রতিটি ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা ভোটের দিন প্রতি দু’ঘণ্টা অন্তর ভোটদানের তথ্য আপলোড করবে। নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, “এই নতুন প্রক্রিয়ায় প্রতিটি ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার ভোটের দিন প্রতি দুই ঘণ্টা অন্তর নতুন ECINET অ্যাপে সরাসরি ভোটদানের হার তুলে ধরবেন। যাতে ভোটদানের হার আপডেট করার সময়সীমা কমানো যাবে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1930245726673477664
নয়া পদ্ধতি চালু করার কথা বললেও পুরনো পদ্ধতি অর্থাৎ পোলিং এজেন্টদের ফর্ম ১৭সি পূরণ করার নিয়মে কোনও বদল আনা হচ্ছে না। মহারাষ্ট্র, হরিয়ানার নির্বাচনের পর ভোটদানের হার সংক্রান্ত একাধিক অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিল কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। ভুয়ো ভোটার নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল। সামনেই বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন। চলতি বছরেই হবে বিহারের বিধানসভা ভোট। বছর ঘুরলেই বাংলার নির্বাচন, তামিলনাড়ুতেও নির্বাচন রয়েছে। সেই আবহে নতুন পদ্ধতি চালু করে ‘ড্যামেজ কন্ট্রোল’ করতে দিতে চাইছে নির্বাচন কমিশন, এমনই মত অনেকের।