কলকাতা : বছর ঘুরলেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন।(Assembly Election 2026) আর তার আগেই ফের শক্তিবৃদ্ধি হল তৃণমূলের। পাশাপাশি ধাক্কা খেল উত্তরবঙ্গ কংগ্রেস। তৃণমূলে যোগ দিচ্ছেন প্রাক্তন বিধায়ক শংকর মালাকার। বুধবার তৃণমূল ভবনে দলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি ও মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেবেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। আগামী বিধানসভা নির্বাচনে তাঁর মতো দক্ষ সংগঠককে দলে এনে উত্তরবঙ্গে নতুন করে লড়াইয়ে নামতে প্রস্তুত ঘাসফুল শিবির।
Read More: বাংলাদেশে আর মুক্তিযোদ্ধা নন ‘বঙ্গবন্ধু’! বাতিল ৪০০র বেশি নেতার স্বীকৃতি
শংকর মালাকার কংগ্রেস ছাড়তে পারেন, এমন জল্পনা আগেই ছড়িয়েছিল। বুধবার তা সত্যি হতে চলেছে। কলকাতার তৃণমূল ভবনে সুব্রত বক্সি ও অরূপ বিশ্বাসের হাত ধরে তিনি আনুষ্ঠানিকভাবে শাসক শিবিরে যোগ দেবেন। এর আগে উত্তরবঙ্গে ঘাসফুল সংগঠনের দায়িত্বে ছিলেন অরূপ বিশ্বাস ও গৌতম দেব। এবার শংকর মালাকারকেও সংগঠক হিসেবে কাজে লাগাতে পারে তৃণমূল। তবে দলে শংকরবাবুর ভূমিকা ঠিক কী হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন একমাত্র দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Link: https://x.com/ekhonkhobor18/status/1930196539902656586
প্রসঙ্গত, ৭০ বছর বয়সী শংকর মালাকারের রাজনীতিতে প্রবেশ কংগ্রেসের হাত ধরে। উত্তরবঙ্গে মাটিগাড়া নকশালবাড়ি এলাকার বিধায়ক ছিলেন তিনি। ২০১১ থেকে ২০২১, টানা দশ বছর বিধানসভায়(Assembly Election 2026) হাত শিবিরের হয়ে জনপ্রতিনিধিত্ব করেছেন। সেই সুবাদে উত্তরবঙ্গের একটা বড় অংশে বিশেষত তপসিলি সম্প্রদায়ের মধ্যে বেশ প্রভাব বিস্তার করতে সক্ষম হন। শংকর মালাকারের হাত ধরেই সেখানে কংগ্রেসের সংগঠন এখনও পর্যন্ত যথেষ্ট শক্তিশালী।