কলকাতা: এবার আইপিএস অফিসাররা পাচ্ছেন নতুন দায়িত্ব। অনেকেই আবার যৌথ দায়িত্বও পাচ্ছেন। ফের প্রশাসনিক রদবদল নবান্নের।(Nabanna) নয়া পদ পাচ্ছেন বেশকিছু অফিসাররা। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল নবান্ন।
মঙ্গলবার নবান্নের(Nabanna) তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে অনুপকুমার আগরওয়ালকে অতিরিক্ত মুখ্য সচিব (তথ্য প্রযুক্তি ও ইলেক্ট্রনিকস)-এর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অতিরিক্ত মুখ্য সচিব হিসাবে টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভলপমেন্ট, জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি তথ্য প্রযুক্তি ও ইলেক্ট্রনিকস দফতরের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
Read More: আইপিএল চ্যাম্পিয়নদের নিয়ে উৎসব কর্ণাটকজুড়ে, দুপুর থেকেই মেগা সেলিব্রেশনে মাতবেন বিরাটরা
ডিজি পদের দায়িত্বে থাকা আইপিএস রাজীব কুমার অতিরিক্ত মুখ্য সচিব (তথ্য প্রযুক্তি ও ইলেক্ট্রনিকস) হিসাবে দায়িত্ব পালন করছিলেন। রাজীব কুমার রইলেন রাজ্য পুলিশের ডিজি হিসাবেই।
আবার, কারা দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি রাজেশ কুমার হলেন মাস এডুকেশন এক্সটেনশন ও লাইব্রেরি সার্ভিসের সচিব। এই দফতরের দায়িত্বে থাকা অতিরিক্ত মুখ্যসচিব হৃদেশ মোহনকে কারা দফতরের দায়িত্ব দেওয়া হল।
Link: https://x.com/ekhonkhobor18/status/1930169100711371082
এডিজি ও আইজিপি (এসটিএফ) বিনীত গোয়েলকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে এডিজি ও আইজিপি (অ্যাডমিনিস্ট্রেশন) করা হয়েছে। এডিজি ও আইজিপি (পলিসি) দময়ন্তী সেনকে এডিজি ও আইজিপি (এপি)-র দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও ডিজি সিজি (হোমগার্ডস) পদে থাকা সঞ্জয় সিং হলেন ডিজি আইজি (সাইবার সেল)। এডিজি আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) অজেয় মুকুন্দ রানাডে হলেন এডিজি সিজি (হোমগার্ডস)। সাইবার সেলের এডিজি হরিকিশোর কুসুমাকারকে করা হল এডিজি আইজি (কোস্টাল সিকিউরিটি)। এডিজি (লিগ্যাল) আনন্দ কুমার এই দায়িত্বের পাশাপাশি সামলাবেন পলিসির দায়িত্ব। আইজিপি-২ (সিআইডি) শঙ্খশুভ্র চক্রবর্তী অতিরিক্ত হিসাবে সাইবার সেলের দায়িত্ব সামলাবেন।