নয়াদিল্লি : পহেলগাঁও জঙ্গি হামলা, অপারেশন সিঁদুর ও তৎপরবর্তী পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই সংসদে বিশেষ অধিবেশনের(Parliament Special Session) দাবি জানিয়েছে বিরোধীরা। আর এবার সেই দাবিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একযোগে চিঠি দিল দেশের ১৬টি বিরোধী দল। সেই অধিবেশনে যাতে খোলাখুলি আলোচনা করা যায়, তা নিশ্চিত করার আর্জি জানিয়েছে বিরোধীরা। কী নিয়ে তারা আলোচনা চায়, তাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
Read More: পাকিস্তানের জঙ্গীগোষ্ঠীর সঙ্গে যোগ! কাশ্মীরে গ্রেফতার ৩ সরকারি কর্মী
তবে এই ১৬টি বিরোধী দলের তালিকায় নেই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, আপ বুধবার আলাদা করে এ বিষয়ে চিঠি লিখবে প্রধানমন্ত্রীকে। পহেলগাঁও পরবর্তী পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনার জন্য বিশেষ অধিবেশনের(Parliament Special Session) দাবি প্রথম থেকেই তুলছে বিরোধীরা। কখনও কংগ্রেস, কখনও আবার তৃণমূল, আবার কখনও সিপিএম, আলাদা আলাদা ভাবে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে। এবার বিরোধী দলগুলি একসঙ্গে চিঠি দিল মোদীকে।
উক্ত চিঠিতে কী তুলে ধরা হয়েছে, তার ব্যাখ্যা উঠে এসেছে ডেরেকের কথায়। তিনি জানান, পুঞ্চ, উরি, রাজৌরী নিয়ে খোলাখুলি আলোচনা চায় তারা। পাশাপাশি বলেন, ‘‘সরকার সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য। সংসদ জনগণের কাছে। সেই কারণেই আমরা সংসদে বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানাচ্ছি।’’ কোন কোন দল মিলে মোদীকে চিঠি দিয়েছে, তাও জানানো হয়েছে। সেই তালিকায় দেশের ছোটবড় অনেক রাজনৈতিক দল থাকলেও নেই আপ। ডেরেক জানিয়েছেন, বুধবার আলাদা ভাবে তারা প্রধানমন্ত্রীকে চিঠি দেবে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1929882483601920138
প্রসঙ্গত, গত ২৭ মে সংসদের সেন্ট্রাল হলে বৈঠক করেছিলেন তৃণমূলের রাজ্যসভা এবং লোকসভার সাংসদরা। সেই বৈঠকের পর তাঁরা সকলে মিলে মোদীকে চিঠি দিয়েছিলেন। দাবি ছিল একই, সংসদে বিশেষ অধিবেশন আয়োজনের। তৃণমূল জানিয়েছিল, বিদেশ সফর সেরে সংসদীয় প্রতিনিধিদল ফেরার পরে ওই অধিবেশনের আয়োজন করা হোক। একই মর্মে মোদী চিঠি দিয়েছিলেন কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। সিপিএমের তরফেও চিঠি দেওয়া হয়েছিল মোদীকে। পাকিস্তানকে সামরিক প্রত্যাঘাতের পরে বিশ্বের ৩৩টি দেশে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল পাঠিয়েছে কেন্দ্র। সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, আগামী সপ্তাহে এই সর্বদলীয় প্রতিনিধিদলের নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী।