শ্রীনগর: একের পর এক পাক চর গ্রেফতারের খবর সামনে আসছে। এবার পাক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠল সরকারি কর্মীদের(Government Employee) বিরুদ্ধে। এই অভিযোগে জম্মু ও কাশ্মীরের তিন সরকারি কর্মচারীকে বরখাস্ত করলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। সূত্রের খবর, অভিযুক্তরা পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর এবং হিজবুলের হয়ে কাজ করত। এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে জম্মু ও কাশ্মীরে।
Read More: ‘বাকস্বাধীনতা থাকলেই ধর্মীয় ভাবাবেগে আঘাতের অনুমতি মেলে না’, শর্মিষ্ঠার জামিন খারিজ হাইকোর্টে
অভিযুক্তদের মধ্যে একজন পুলিশ কনেস্টবল মালিক ইসফাক নাসির, এছাড়া স্কুল শিক্ষক আজিজ আহমেদ এবং শ্রীনগরের সরকারি মেডিক্যাল কলেজের কর্মী ওয়াসিম আহমেদ খান।(Government Employee) এই তিনজনকেই গ্রেফতার করা হয়েছে। দ্রুত উপযুক্ত ব্যবস্থা না নিলে বড় দাম দিতে হবে, এমনটাই মনে করছেন তদন্তকারীরা।
জানা যাচ্ছে, ২০০৭ সালে ইসফাক নাসির জম্মু ও কাশ্মীর পুলিশে যোগ দেয়। একটি জঙ্গি দমন অভিযানে ইসফাকের ভাই আসিফ নাসিরকে হত্যা করে নিরাপত্তারক্ষীরা। ঘটনাটি ঘটে ২০১৯ সালে। সম্প্রতি একটি অস্ত্র পাচারের তদন্তে ইসফাকের জঙ্গিযোগ ফাঁস হয়।
Link: https://x.com/ekhonkhobor18/status/1929880440409657511
আবার, স্কুল শিক্ষক আজিজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ, পুঞ্চ এলাকায় জঙ্গিদের অস্ত্র পাচারে সাহায্য করত সে। ২০০৭ সালে স্বাস্থ্য বিভাগে যোগ দেয় ওসাসিম খান। সাংবাদিক সুজাত বুখারি এবং তাঁর দুই নিরাপত্তারক্ষীকে হত্যার ঘটনায় ওয়াসিমের নাম জড়ায়। উল্লেখ্য, বর্তমানে এই তিনজনকেই জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগ থাকার অভিযোগে বরখাস্ত করা হয়েছে। তাদের ঠাঁই হয়েছে শ্রীঘরে।