চণ্ডীগড়: অপারেশন সিঁদুরের পর থেকেই একের পর এক পাক গুপ্তচরের সন্ধান মিলছে ভারতে। ইউটিউবার জ্যোতি মালহোত্রার মতো একাধিক গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যেই পাঞ্জাব পুলিশের(Punjab Police) হাতে গ্রেফতার হল আরও এক পাক চর। অপারেশন সিঁদুর চলাকালীন ভারতীয় সেনার গতিবিধি পাক গুপ্তচর সংস্থা আইএসআই-কে পাচার করত ওই ব্যক্তি! খালিস্তানি জঙ্গি সংগঠনের নেতা গোপাল সিং চাওলার সঙ্গে অভিযুক্তের সরাসরি যোগাযোগ ছিল বলে পাঞ্জাব পুলিশের তরফে জানানো হয়েছে।
Read More: করোনায় রাজ্যে প্রথম মৃত্যু, চলতি বছরেও কি আতঙ্ক ছড়াবে কোভিড!
পুলিশ জানিয়েছে, খলিস্তানি জঙ্গি নেতা গোপাল চাওলা বর্তমানে পাকিস্তানে রয়েছে। সেখান থেকেই একটি গুপ্তচরবৃত্তির নেটওয়ার্ক চালাত সে। অপারেশন সিঁদুর চলাকালীন এই সব গুপ্তচরদের কাছ থেকে একাধিক তথ্য নিয়ে পাক গুপ্তচর সংস্থা ISI-এর কাছে পাচার করত। অভিযুক্ত গগনদীপ সিংও ভারতীয় সেনার গতিবিধি সম্পর্কে একাধিক তথ্য পাক গুপ্তচর সংস্থার কাছে পাচার করত। এমনকী অপারেশন সিঁদুর চলাকালীন সেনার একাধিক গোপন তথ্য পাচার করেছিল অভিযুক্ত।
Link: https://x.com/ekhonkhobor18/status/1929839582624768110
জানা গিয়েছে, অভিযুক্তের কাছ থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেই ফোনে প্রায় ২০ জন আইএসআই এজেন্টের নম্বর মিলেছে। আরও কার কার সঙ্গে ধৃতের যোগাযোগ ছিল সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাঞ্জাব পুলিশের(Punjab Police) ডিরেক্টর জেনারেল গৌরব যাদব জানান, “প্রাথমিক তদন্তে গগনদীপের সঙ্গে পাক মদতপুষ্ট খলিস্তানি জঙ্গি নেতা গোপাল সিংয়ের যোগাযোগের খোঁজ মিলেছে। বিগত পাঁচ বছর ধরে খলিস্তানি জঙ্গি নেতার সঙ্গে যোগাযোগ ছিল অভিযুক্তের। তার মাধ্যমেই পাক গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ হয়েছিল ধৃতের। টাকার বিনিময়ে ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ তথ্য পাক গুপ্তচরদের পাচার করত।”