নয়াদিল্লি: কথায় আছে, শত্রুর বন্ধু শত্রুই হয়। এবার সেই কথা মেবেই পাকিস্তানের বন্ধুরাষ্ট্র তুরস্ককে আর ছাড় দেবে না ভারত। এবার এই আবহে বড় সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া। তুরস্কের একটি সংস্থা থেকে পরিষেবা গ্রহণে ইতি টানল এয়ার ইন্ডিয়া। ‘টার্কিশ টেকনিক’ নামক তুরস্কের সংস্থার সঙ্গে সমস্ত চুক্তি বাতিলের সিদ্ধান্ত। এরকমই জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন।
জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার ওয়াইড-বডি বিমান যেমন বোয়িং ৭৭৭ এবং বোয়িং ৭৮৭-এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল ‘টার্কিশ টেকনিক’। এই পরিষেবা গ্রহণই এবার বন্ধ করা হল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন জানিয়েছেন, “আমাদের চারপাশে পরিস্থিতির পরিবর্তন হলে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। কিন্তু সবার আগে দেশ। তাই দেশের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত।”
এই মর্মে তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তাদের ওয়াইড-বডি বিমানগুলি, যার রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল ‘টার্কিশ টেকনিক’, সেই সংস্থাটির সঙ্গে সব চুক্তি বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। প্রসঙ্গত, দেশের বিমানবন্দরগুলির কাজে সেলেবি অ্যাভিয়েশনের সঙ্গে যে চুক্তি ছিল, তাও অবিলম্বে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমতো চলতি মাসেই সেই চুক্তির মেয়াদ শেষের কথা।