প্রতিবেদন : ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। সোমবার একটি সাক্ষাৎকারে একথা জানান তিনি। “আমি নির্বাচক প্রধান জর্জ বেইলিকে জিজ্ঞেস করি, কোন দিকে আমরা এগোতে চলেছি? আমরা ২০২৭-র বিশ্বকাপ নিয়েও কথা বলি। আমি তাঁকে বলি, ‘আমার মনে হয় না আমি অতদিন খেলতে পারব। তাই এখন থেকেই আমার জায়গায় নতুন প্লেয়ারকে আনার পরিকল্পনা শুরু করা উচিত।’ আমি সবসময় বলেছি, যতদিন আমি ভালো খেলতে পারব বলে মনে করি, ততদিন জায়গা ছাড়ব না। কিন্তু ব্যক্তিগত স্বার্থে সামনের সিরিজগুলোতে আমি জায়গা আটকে রাখতে চাই না”, বলেন ম্যাক্সওয়েল।
মোট ১৩ বছরের দীর্ঘ কেরিয়ারে দেশের হয়ে ১৪৯টি ওয়ানডে খেলেছেন ‘ম্যাড ম্যাক্স’। করেছেন ৩৯৯০ রান। ৪টি সেঞ্চুরি ও ২৩টি হাফ সেঞ্চুরি আছে ম্যাক্সওয়েলের নামে। এছাড়া ৭৭টি উইকেটও নিয়েছেন। দেশের হয়ে দু’টি বিশ্বকাপ জিতেছেন। চলতি বছরের অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও ছিলেন তিনি। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকে পুরোপুরি তৈরি রাখতে চান অজি অলরাউন্ডার।
তবে সাম্প্রতিক সময়ে একেবারেই ছন্দে ছিলেন না ম্যাক্সওয়েল। বিগত ২০২৩-র ওডিআই বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে চোট নিয়েও মহাকাব্যিক ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। তারপর আর ব্যাট থেকে সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি আসেনি। অস্ট্রেলিয়ার শেষ টি-টোয়েন্টি দলে ছিলেন তিনি। যদিও আর দুরন্ত ফর্মে দেখা যায়নি তাঁকে। আইপিএলেও ছিলেন কার্যত নিষ্প্রভ। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে আর দেখা যাবে কি না, তা অবশ্য সময়ই বলবে।