পাটনা : নারীসুরক্ষার বেহাল পরিস্থিতির পাশাপাশি এবার প্রকাশ্যে এল চিকিৎসাব্যবস্থার ভয়াবহ চিত্রও। বিজেপি জোটশাসিত বিহারে সরকারি হাসপাতালে বেড না থাকায় দীর্ঘক্ষণ অ্যাম্বুল্যান্সেই অপেক্ষা করানো হল ধর্ষিতা দলিত নাবালিকাকে। আর শেষমেশ সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ল সে! ঘটনার জেরে রবিবার উত্তাল হয়ে ওঠে পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর।
তবে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার ডাঃ অভিজিৎ সিংহ বলেন, “অ্যাম্বুল্যান্সেই চিকিৎসা শুরু হয় ওই নাবালিকার। তারপর আইসিইউতে নাবালিকার মৃত্যু হওয়ার জন্যই তার পরিবারের সদস্যরা এধরনের অভিযোগ করছে। কিন্তু নাবালিকার চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি।” যদিও ইতিমধ্যেই ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজ্যে। চিকিৎসাব্যবস্থার গাফিলতি নিয়ে সরকারকে নিন্দায় বিঁধেছে একাধিক মহল।
সূত্র মারফত জানা গিয়েছে, গত ২৬ মে বিহারের মুজাফরপুরের বাসিন্দা ওই নাবালিকা তাঁর কাকিমার বাড়িতে খেলা করছিল গত ২৬ মে। সেখানেই তাকে চকলেটের লোভ দেখিয়ে একটি ভুট্টা খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরে ছুরি দিয়ে ওই নাবালিকার গলায় কোপ মারা হয়। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় নাবালিকার খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা।
এরপর ভুট্টা খেত থেকে ওই নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজে ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শনিবার রাতে পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় তাকে। সেখানেই দীর্ঘক্ষণ অ্যাম্বুল্যান্সে অপেক্ষারত অবস্থায় চিকিৎসার অভাবে ওই নাবালিকার মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।