নয়াদিল্লি: ভারত-পাক সংঘাত এখন সারা বিশ্বের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অপারেশনের সিঁদুরের পরে জেরবার অবস্থা পাকিস্তানের। এর মধ্যেই সিন্ধু জলবন্টন চুক্তি নিয়েও অস্বস্তিতে ইসলামাবাদ। এই চুক্তি ভারত স্থগিত করায় সংকটের মুখে পাকিস্তান। সে দেশের উত্তর পূর্বের ৩টি নদী নিয়ে উদ্বগ বাড়ছে পাকিস্তানের। সিন্ধু এবং তার উপনদী চন্দ্রভাগা ও বিতস্তা পাকিস্তানে প্রবাহিত হয়। এই তিন নদীর জলের উপর পাকিস্তানের ৮০ শতাংশ কৃষিকাজ নির্ভরশীল। কিন্তু ভারত এই সংক্রান্ত চুক্তি স্থগিত করে দেওয়ায় নদীগুলি নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
গত কয়েক দিনে চন্দ্রভাগা নদীর জলপ্রবাহ অনেক কমে গিয়েছে বলে দাবি করা হচ্ছে। সেই সঙ্গে সিন্ধু এবং বিতস্তা নদীতে অবস্থিত পাকিস্তানের প্রধান দু’টি বাঁধে জলস্তর কমে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। পাকিস্তানের এই অঞ্চলে সার্বিক ভাবে জলপ্রবাহ ২১ শতাংশ কমেছে। এর ফলে পঞ্জাব এবং সিন্ধ প্রদেশে চাষবাসে সমস্যা দেখা দিচ্ছে। কারণ, ওই দুই জলাধারের জলই পঞ্জাব ও সিন্ধে সেচের কাজের প্রধান অবলম্বন। জলবিদ্যুৎ উৎপাদনেও এই জল কাজে লাগানো হয়।
পাকিস্তানের ইন্ডাস রিভার সিস্টেম অথরিটি (আইআরএসএ) সম্প্রতি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, বিতস্তার উপর মংলা জলাধার এবং সিন্ধুর উপর তারবেলা জলাধারে সংরক্ষিত জল কমে এসেছে। এই দুই বাঁধে জলের পরিমাণ কমে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। আচমকা কমতে শুরু করেছে চন্দ্রভাগার জলপ্রবাহ। পাকিস্তানের ‘জল এবং বিদ্যুৎ ডেভেলপমেন্ট অথরিটি’ সম্প্রতি একটি রিপোর্টে দাবি করেছে, দু’দিনে চন্দ্রভাগার জলপ্রবাহ কমেছে ৯১ হাজার কিউসেক। ভারতের সিন্ধুচুক্তি স্থগিতের সিদ্ধান্তই এর নেপথ্যে রয়েছে, দাবি ইসলামাবাদের।
আইআরএসএ ভারতের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভারত থেকে সরবরাহ কম থাকার কারণে চন্দ্রভাগায় আচমকা জলপ্রবাহ কমে গিয়েছে। এর ফলে খারিফ মরসুমে জলাধারে জলের ঘাটতি আরও বাড়তে পারে।’’ পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জলাধারের জল ব্যবহারে আরও সংযত হওয়ার পরামর্শ দিয়েছে আইআরএসএ।
পরিসংখ্যান অনুসারে, মংলা জলাধারের ধারণক্ষমতা ৫৯ লক্ষ একর ফুট। বর্তমানে সেখানে আছে ২৭ লক্ষ একর-ফুট জল, যা অর্ধেকেরও কম। তারবেলা জলাধারে ১.১৬ কোটি একর-ফুট জল থাকার কথা। আছে মাত্র ৬০ লক্ষ একর-ফুট (অর্ধেকের সামান্য বেশি)। যদিও বর্ষা আসন্ন। বর্ষার জল পড়লে পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে তার জন্য আরও মাসখানেক অপেক্ষা করতে হবে বলে মনে করা হচ্ছে।