আহমেদাবাদ : বহুদিন ধরেই বাংলায় একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে অপপ্রচার করে আসছে বিজেপি। অথচ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যই হয়ে উঠেছে দুর্নীতির পীঠস্থান! এবার গুজরাটে একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের মন্ত্রীর দুই পুত্র। খবর প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই ঘোর অস্বস্তিতে পদ্ম-নেতৃত্ব।
গত এপ্রিল মাসে দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল গুজরাটের পঞ্চায়েত প্রতিমন্ত্রী বচুভাই খাবড়ের দুই ছেলে বলবন্ত খাবড় এবং কিরণ খাবড়ের বিরুদ্ধে। সেই মামলায় গত বৃহস্পতিবার জামিন পেয়েছিলেন তাঁরা। জেল থেকে ছাড়া পাওয়ার কিছু ক্ষণ পরেই আবার গ্রেফতার হন কিরণ। একশো দিনের কাজ সংক্রান্ত অন্য একটি মামলায় রবিবার গ্রেফতার হলেন বলবন্তও।
এদিন ডেপুটি পুলিশ সুপার জগদীশসিন ভাণ্ডারি জানান, দাহোদ থানায় বলবন্তের বিরুদ্ধে আর একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়েছে, একশো দিনের প্রকল্পেরও আওতায় সরকারের কাছ থেকে ৩৩.৮৯ লাখ টাকা পেয়েছিল বলবন্তের সংস্থা। কিন্তু ওই সংস্থাকে যে কাজের বরাত দেওয়া হয়েছিল, তা করেইনি তারা!
বলবন্ত এবং কিরণের বিরুদ্ধে এপ্রিল মাসে যে অভিযোগ দায়ের হয়েছিল, ৭১ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে গত ১৬ মে তাঁদের গ্রেফতার করেছিল পুলিশ। ওই মামলায় বৃহস্পতিবার তাঁরা জেল থেকে ছাড়া পান। তার পরেই আবার গ্রেফতার হন। বলবন্তের মতো লক্ষ লক্ষ টাকা নিয়ে কাজ না করার অভিযোগ উঠেছে কিরণের সংস্থার বিরুদ্ধেও।