ঢাকা: ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের টাকায় জায়গা পেয়েছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি। বাংলাদেশের সেই ইতিহাসকে এবার গোড়া থেকে উপড়ে নিতে সিদ্ধহস্ত মৌলবাদীরা। বর্তমান প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস মৌলবাদীদের দাবির কাছে মাথানত করতে বাধ্য হলেন। বাংলাদেশের টাকা থেকে সরানো হল জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি। এই টাকা আনুষ্ঠানিকভাবে রবিবার বাংলাদেশ রিজার্ভ ব্যাঙ্কের তরফে প্রকাশ্যে আনা হয়েছে৷ তা নিয়েই এবার জল্পনা তুঙ্গে।
গত বছরের আগস্ট মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী মুজিবকন্যা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে। তাঁর দেশ ছেড়ে চলে যাওয়ার পরেই গদিতে প্রধান উপদেষ্টা হিসেবে বসেন মহম্মদ ইউনূস। এরপরেই ৭১-এর ইতিহাসকে ধুয়েমুছে সাফ করার জন্য উঠে পড়ে লাগে মৌলবাদের দল। মুক্তিযুদ্ধ সম্পর্কিত স্থাপত্যের নামবদল, মুজিবের মূর্তি ও স্মৃতিবিজড়িত স্থানে চলতে থাকে বুলডোজার ও অগ্নিসংযোগ। সে সময়েই টাকা থেকে মুজিবের ছবি সরানোর দাবি তুলেছিল মৌলবাদীরা। সেই দাবি মেনে চলতে থাকে প্রক্রিয়া। অবশেষে নোট বদল করল ইউনুসের সরকার। রবিবার ব্যাঙ্কের তরফে আনুষ্ঠানিকভাবে এই নোট বাজারে ছাড়া হয়েছে।
বাংলাদেশ ব্যাঙ্কের মুখপাত্র আরিফ হোসেন খান এ বিষয়ে জানান, “নতুন সিরিজের এই নোটে কোনও মানুষের ছবি থাকছে না। এতে রাখা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের স্থাপত্য, ঐতিহাসিক স্থান ও প্রকৃতির ছবি।” মোট তিনটি নোট প্রকাশ্যে আনা হয়েছে ব্যাঙ্কের তরফে এগুলি হল, ২০, ৫০ ও ১০০০ টাকা। যেখানে ২০ টাকার নোটে রয়েছে হিন্দু মন্দিরের ছবি, ৫০ টাকায় মুসলিম স্থাপত্য ও ১০০০ টাকার নোটে রয়েছে বৌদ্ধ মন্দিরের ছবি। ধাপে ধাপে পরবর্তী নোটগুলির ডিজাইনও বদল করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাঙ্ক।