পাটনা: এবার ভারত-পাক যুদ্ধবিরতি নিয়ে নিশানা কেন্দ্রকে। আসন্ন নির্বাচন নিয়ে বিহারে ছক সাজাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। এর মাঝেই কেন যুদফহবিরতিতে রাজি হল ভারত, তা নিয়ে প্রশ্ন তুলে সোচ্চার হলেন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর।(Prashant Kishor)পাশাপাশি দুই দেশের যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা বলেছেন সেটা খারিজ করে দিয়েছেন পিকে।
Read More: জিমে ঢুকতে পারবেন না মুসলিমরা! পুলিশ আধিকারিকের মন্তব্যে তোলপাড় বিজেপিশাসিত রাজ্য
ভারত সরকারের যুদ্ধবিরতির সিদ্ধান্তে নারাজ প্রশান্ত কিশোর।(Prashant Kishor)ভারতীয় সেনার সাফল্যের কথাও উঠে এসেছে তাঁর কথায়। পিকের প্রশ্ন তুলেছেন, ভারত যখন এতখানি সুবিধাজনক অবস্থায় ছিল তাহলে কেন পাকিস্তানের আবেদনে সাড়া দিয়ে যুদ্ধবিরতি ঘোষণা হল? পূর্ব চম্পারণ থেকে প্রশান্ত কিশোরের দাবি, আরও দু’দিন অন্তত আক্রমণ চালিয়ে যাওয়া উচিত ছিল ভারতের। যখন পাকিস্তান যুদ্ধ থামানোর জন্য রীতিমতো ভিক্ষা করছে তখন কেন তাদের কথা শুনে সংঘর্ষবিরতিতে রাজি হল ভারত?
রবিবার বিহারের পূর্ব চম্পারনে গিয়ে পিকে বলেন, “সংঘর্ষবিরতি নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শংকরের বিবৃতি পড়েছি। উনি তো শিক্ষিত বুদ্ধিমান ব্যক্তি। উনি স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তানই যুদ্ধ থামানোর আবেদন করেছিল। অর্থাৎ ভারতের পালটা মারে কোণঠাসা হয়ে পড়েছিল বলেই সংঘর্ষ থামাতে চেয়েছিল পাকিস্তান। আমাদের সেনা একদম ঠিক কাজটা করেছিল বলেই পাকিস্তান পর্যুদস্ত হয়েছে। আমাদের সেনা আধিকারিকরাও বলেছেন, যুদ্ধের সময়ে পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দেওয়া হয়েছিল।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1929457254526300201?s=19
পাশাপাশি তিনি মনে করছেন, সংঘর্ষবিরতির নেপথ্যে মার্কিন প্রেসিডেন্টের কোনও ভূমিকা নেই। বরং তাঁর প্রশ্ন, মক ড্রিলের মাধ্যমে দেশবাসীকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছিল কেন্দ্র। আমজনতাও ভেবেছিল ভারতীয় সেনা লাগাতার আক্রমণ করে পাকিস্তানকে উচিত শিক্ষা দেবে। কিন্তু তা না করে সংঘর্ষবিরতিতে রাজি হয়ে গেল কেন্দ্র। এই মর্মে কেন্দ্রকে একহাত নিয়ে প্রশান্ত কিশোর বলেন, এখন সিঁদুরের বাক্স বিলি করে আমজনতাকে বোকা বানিয়ে কোনও লাভ নেই।