প্রতিবেদন : আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ২০ জুন থেকেই শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ হেডিংলেতে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের স্বাদ পেতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। আর মধ্যেই শুরু হয়ে গেল বাকযুদ্ধের পর্ব। ইংল্যান্ডের ‘বাজবল’ ক্রিকেটকে গুরুত্ব দিতে নারাজ ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরাহ।(Jasprit Bumrah) একটি পডকাস্টে প্রাক্তন অজি ক্রিকেটার মাইকেল ক্লার্ককে তেমনই জানিয়েছেন তিনি।
Read More: বিপাকে ‘পতঞ্জলি’! রামদেবের সংস্থাকে নোটিশ কেন্দ্রের, বড় ধাক্কা শেয়ারে
ব্র্যান্ডন ম্যাকালাম কোচ হয়ে আসার পর টেস্টেও আগ্রাসী ক্রিকেট খেলছে ইংল্যান্ড দল। ম্যাকালামের ডাকনাম ‘বাজ’। তাঁর নামেই এই ‘বাজবল’ নামকরণ। ক্রিকেট মহলের একাংশ মনে করছে, ইংল্যান্ডের ‘বাজবল’ সমস্যায় ফেলতে পারে ভারতকে। তার উপর ঘরের মাঠে খেলবে তারা। যদিও বুমরা(Jasprit Bumrah) সোজাসাপটা জানিয়ে দিলেন, ওসব বাজবল-টাজবল বোঝেন না তিনি।
বহু ক্রিকেট-বিশেষজ্ঞদের মতে, ভারতীয় বোলারদের বিরুদ্ধেও আগ্রাসী ব্যাটিং করতে চলেছেন বেন ডাকেট, হ্যারি ব্রুক, জো রুটরা। ২০২২ সালের জুন থেকে ইংল্যান্ড টেস্টে প্রতি ওভারে ৪.৬৩ রান করে আসছে। যা এই সময়ের মধ্যে সর্বোচ্চ রান রেটও।
Link: https://x.com/ekhonkhobor18/status/1928439366906519813
অতিসম্প্রতিই বিয়ন্ড২৩ ক্রিকেট পডকাস্টে এসেছিলেন বুমরা। সেখানেই মাইকেল ক্লার্কের প্রশ্নে আসন্ন টেস্ট সিরিজের প্রসঙ্গ উঠে আসে। “ইংল্যান্ডে খেলতে সব সময়েই ভালোবাসি। ওখানকার আবহাওয়া, সুইং কন্ডিশন সব কিছুই দারুণ উপভোগ করি। ডিউক বলে বল করতেও ভালো লাগে। জানি না, এখন ডিউক বল কেমন ব্যবহার করবে। তবে এই ইংল্যান্ডের খেলার ধরন অনেকটা আলাদা। যদিও ওদের সেই ধরন আমি বেশি বুঝতে পারি না। বোলার হিসেবে আমি আত্মবিশ্বাসী। একজন ব্যাটার যদি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়, তখন যে কেউ তার উইকেট নিতে পারে”, জানান তিনি।