দেরাদুন: অঙ্কিতা ভণ্ডারী হত্যা মামলায়(Ankita Bhandari Murder Case) অভিযুক্ত তিনজনকেই দোষী সাব্যস্ত করল উত্তরাখণ্ডের আদালত। ২০২২ সালে উত্তরাখণ্ডের পাউরি জেলায় অঙ্কিতা ভণ্ডারীর হত্যার মামলায় দোষী সাব্যস্ত হল প্রাক্তন বিজেপি নেতার ছেলে সহ তিনজন। দোষীদের মধ্যে এক জন পুলকিত আর্য। বিজেপির প্রাক্তন নেতার বিনোদ আর্যর ছেলে তথা রিসর্টের মালিক পুলকিত। উত্তরাখণ্ডের পাউরি জেলার ওই রিসর্টেরই রিসেপশনিস্ট ছিলেন ১৯ বছরের অঙ্কিতা।
Read More: বাড়তি সুবিধা পাবেন চাকরিহারা যোগ্যরা ! শিক্ষক নিয়োগের বিধিতে বদল আনল এসএসসি
শুক্রবার এই সংক্রান্ত একটি রায় দিয়েছে উত্তরাখণ্ডের এক নিম্ন আদালত। বিচারকের রায়ের ফলে খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বহিষ্কৃত বিজেপি নেতার ছেলে পুলকিত আর্য্য, সৌরভ ভাস্কর ও অঙ্কিত গুপ্ত। সঙ্গে এই মামলায় তাঁদের যাবজ্জীবন সাজার ঘোষণা করেছে আদালত।
উল্লেখ্য, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর অঙ্কিতা ভাণ্ডারি(১৯) নামের ওই তরুণী খুন হন।(Ankita Bhandari Murder Case) হৃষিকেশের কাছে একটি হোটেলে কাজ করতেন অঙ্কিতা। সেই হোটেলের মালিক ছিল ওই বহিষ্কৃত বিজেপি নেতার ছেলে পুলকিত। এই মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে যে, অঙ্কিতার সঙ্গে কোনও এক কারণে ঝগড়া হয়েছিল পুলকিতের। পরে পুলকিত, ওই তরুণীকে খালে ঠেলে ফেলে খুন করেন। এই ঘটনায় তাঁকে সাহায্য করেছিল হোটেলেরই দুই কর্মী সৌরভ ভাস্কর ও অঙ্কিত গুপ্ত।
২০২২ সালের ২৪ সেপ্টেম্বর খাল থেকে উদ্ধার হয় অঙ্কিতার মৃতদেহ। তদন্ত করতে গিয়ে পুলিশ পুলকিত, সৌরভ ও অঙ্কিতের নাম জানতে পারে ও পরে তাঁদের গ্রেফতার করে। এই খুনের ঘটনার তদন্তে গঠন করা হয় সিট। ওই তিন তরুণের বিরুদ্ধে অঙ্কিতাকে খুনের সমস্ত প্রমাণ পেয়ে যান তদন্তকারী অফিসাররা। তারপরেই আদালতে ৫০০ পাতার চার্জশিট জমা দেয় সিট। তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হয়।
Link: https://x.com/ekhonkhobor18/status/1928366207540879745
এরপর গত ২০২৩ সালের ২৮ মার্চ বিচার প্রক্রিয়া শুরু হয়। ৪৭ জন সাক্ষীর বয়ান ও উপযুক্ত প্রমাণের ভিত্তিতে আজ, শুক্রবার অঙ্কিতা ভাণ্ডারীকে খুনের ঘটনায় বহিষ্কৃত বিজেপি নেতার ছেলে পুলকিত সহ সৌরভ ও অঙ্কিতকে দোষী সাব্যস্ত করে আদালত। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩০২, ২০১, ৩৫৪এ ও গ্যাংস্টার মামলা দায়ের করা হয়েছিল।
তদন্তে উঠে আসে বিজেপি নেতার পুত্রের রিসর্টে যে অতিথিরা আসতেন, তাঁদের সঙ্গে রিসেপশনিস্ট অঙ্কিতাকে ‘ঘনিষ্ঠ’ হতে জোর করা হত। এই চাপ দিতেন পুলকিত নিজে। কিন্তু ওই তরুণী কোনও ভাবেই রাজি হননি। সেই কারণেই রিসর্টের মালিক পুলকিত, ম্যানেজার সৌরভ এবং সহকারী ম্যানেজার অঙ্কিত অঙ্কিতাকে খুন করেন। অন্য দিকে, অঙ্কিতা হত্যাকাণ্ডে শোরগোলের মধ্যে বিজেপি নেতা বিনোদকে দল থেকে বহিষ্কার করে বিজেপি। মামলার তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের নির্দেশ দিয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। শুক্রবার আদালত বিজেপি নেতার পুত্র-সহ তিন জনকে দোষী সাব্যস্ত করার পরে মৃতার মা দোষীদের ফাঁসির দাবি জানান।