কলকাতা: কিছুদিন আগেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সুপ্রিম নির্দেশ মেনে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি(Recruitment Notice) প্রকাশ করা হবে ৩০মে। কারণ, শীর্ষ আদালত চলতি মাসের ৩১ তারিখের মধ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রীর কথামতোই বৃহস্পতিবার রাতে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
Read More: কে পূরণ করবেন ‘বিরাট’ শূন্যস্থান! ৩৩ বছরের ব্যাটারেই আস্থা গাভাসকারের
৩০ মে ওয়েবসাইটে আপলোড করা হল এসএসসি শিক্ষক নিয়োগের গেজেট নোটিফিকেশন।(Recruitment Notice) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধা তালিকা প্রকাশের পর প্রথম কাউন্সিলিং হওয়ার পর থেকে নতুন প্যানেল এবং ওয়েটিং লিস্টের মেয়াদ থাকবে এক বছর। বিশেষ অনুমোদনে সেই প্যানেলের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো যেতে পারে। নতুন বিধিতে স্বচ্ছতাতেও বেশি জোর দেওয়া হয়েছে।
আবার বিজ্ঞপ্তি অনুযায়ী, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর দু’বছর লিখিত পরীক্ষার ওএমআর শিট সংরক্ষণ করা হবে। তারপর সেগুলি নষ্ট করা হতে পারে। তবে ওএমআর শিটের স্ক্যান করা কপি ১০ বছর পর্যন্ত সংরক্ষিত করা হবে। ওয়েবসাইটেও প্রকাশিত হবে ওএমআর শিটের কপি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1928073019848831377
গেজেট নোটিফিকেশনে জানানো হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি অনুযায়ী ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তাছাড়া রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী তফসিলি জাতি, জনজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণির চাকরিপ্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। নতুন বিজ্ঞপ্তিতে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা ও তাঁদের দক্ষতার উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে।