কলকাতা: অনুকূল পরিস্থিতি পেয়ে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আরও কিছুটা এগিয়ে উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা। অসম এবং মেঘালয়ের কিছু অংশ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আওতায়। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে ঢুকছে বর্ষা। বাংলার আকাশে দুর্যোগের মেঘ! বৃহস্পতিতে বৃষ্টি জেলায় জেলায়।(Monsoon Season)
Read More: বৃহস্পতিবারের ‘মক ড্রিল’ আপাতত স্থগিত, পাঞ্জাবে জুনেই হবে মহড়া
বৃহস্পতিবার কলকাতায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রবল বৃষ্টির পূর্বাভাস ৯ জেলাতে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে প্রবল বৃষ্টির সম্ভাবনা। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ জেলাতে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।
দক্ষিণবঙ্গে শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা সব জেলাতে। কলকাতা-সহ বাকি জেলাতে ৭০ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। শনিবারেও ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। মুর্শিদাবাদ জেলাতে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।(Monsoon Season)
উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও কোচবিহারের দু এক জায়গায়। বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার বৃষ্টিপাতের আশঙ্কা। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1928037020363829420
শুক্রবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের উপরের দিকের জেলাতে। অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলাতে। বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। এর মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় ২০০ মিলিমিটার এর বেশি বৃষ্টিপাত হতে পারে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবার, শনিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারেও ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে।