নদিয়া: রাজ্যের একটি বিধানসভা আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন।(Election Commission)মঙ্গলবার সেই উপনির্বাচনেরই প্রার্থী ঘোষণা করল তৃণমূল। আগামী ১৯ জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় হবে উপনির্বাচন। এই বিধানসভায় প্রার্থী হিসেবে তৃণমূল নাম ঘোষণা করেছে তরুণ মুখ আলিফা আহমেদের। জানা গিয়েছে, তিনি প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা।
Read More: হুমকি ইমেল ঘিরে বোমাতঙ্ক কলকাতার স্বাস্থ্যভবনে! তদন্তে পুলিশ
চলতি বছরের ফেব্রুয়ারিতেই নদিয়ার পলাশীর বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন কালীগঞ্জের তৎকালীন তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ওরফে লাল। বছর একাত্তরের বিধায়কের মৃত্যু হয়। এরপরেই কালীগঞ্জ আসন ফাঁকা হয়ে যায়। এবার নিয়ম মেনে সেই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।(Election Commission)এবার তাঁর মৃত্যুতে অসমাপ্ত কাজের ভার তাঁরই মেয়ে আলিফার কাঁধে তুলে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
Link: https://x.com/ekhonkhobor18/status/1927016844595974566?s=19
চলতি বছরের ১৯ জুন দেশের আরও বেশ কয়েকটি আসনের সঙ্গে বাংলার এই আসনটিতেও নতুন করে জনপ্রতিনিধি বেছে নেওয়ার লড়াই হবে। আর সেই লড়াইয়ে প্রয়াত বিধায়কের মেয়ে আলিফা আহমেদকে এগিয়ে দিল রাজ্যের শাসকদল। বিরোধীদের উড়িয়ে বড় ব্যবধানে আলিফা এখানে জিতবেন বলেই আশা। তবে বিরোধী শিবিরে এখনও কোনও প্রার্থী নিয়ে আলোচনা হয়নি বলেই খবর।