নয়াদিল্লি: ফের করোনার কোপ!(COVID 19 Outbreak)আবারও আতঙ্ক বাড়াচ্ছে কোভিড। দেশে অ্যাক্টিভ কোভিড আক্রান্তের সংখ্যা ফের হাজার পেরিয়ে গেল। বেশ কয়েকটি রাজ্যে একদিনে একাধিক কোভিড টেস্ট পজিটিভ হওয়ার খবর মিলছে। বেঙ্গালুরুতে কোভিড আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রেও লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। বাংলাতেও আতঙ্ক বাড়াচ্ছে কোভিড। এহেন পরিস্থিতিতে ফের কোভিড বিধি কি ফিরতে চলেছে! প্রশ্ন ওয়াকিবহাল মহলের।
Read More :ধর্মতলা কার্তুজ কাণ্ডে ধৃতের সঙ্গে সুকান্ত যোগ! অভিযোগের নিশানায় বঙ্গ বিজেপ
কেন্দ্রের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত দেশে অ্যাক্টিভ কোভিড আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯ জন।(COVID 19 Outbreak)রবিবার একদিনেই দেশজুড়ে ২৫৭ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন। বেঙ্গালুরুতে কোভিড আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে একদিনেই ৪৩ জন কোভিড আক্রান্ত হয়েছেন।

বাংলাতেও ছড়াচ্ছে করোনা। স্বাস্থ্যদফতরের পক্ষ থেকে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও বেশ কয়েকজনের শরীরে মিলেছে কোভিড-১৯ ভাইরাস। পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত হওয়ায় এই মুহূর্তে রাজ্যে মোট কোভিড রোগীর সংখ্যা ১১। তাঁরা সকলেই সরকারি, বেসরকারি হাসপাতালে ভর্তি। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন সকলে। শ্বাসকষ্ট-সহ অন্যান্য উপসর্গের প্রতি নজর রাখা হচ্ছে, যাতে বোঝা যায় করোনা ভাইরাস আদতে তাঁদের শরীরে কতটা প্রভাব ফেলেছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1926995564694036841?s=19
ফের করোনা সংক্রমণ হওয়ায় বিশেষজ্ঞ মহলের মত, পুরনো কোভিড বিধি ফিরতে চলেছে। জনবহুল এলাকায় মাস্ক ব্যবহারের পাশাপাশি বয়স্ক ও শ্বাসকষ্টে ভুগতে থাকা মানুষজনের জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার। প্রশাসনের তরফে বারবার জানানো হয়েছে, নতুন করে করোনার ঢেউ এলে তা মোকাবিলায় সবরকমভাবে প্রস্তুত। অযথা আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।