নয়াদিল্লি: পাক সন্ত্রাসের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রতিনিধি দল সারা বিশ্বকে বার্তা দিতে তৎপর হয়েছে। এই বিশ্ব সফর শেষ হলেই সংসদে বিশেষ অধিবেশনের ভাবনাচিন্তা করছে মোদি সরকার। সোমেই এই অধিবেশনের কথা জানা যাচ্ছে। এর মধ্যেই সূত্র মারফত জানা যাচ্ছে, মঙ্গলে সংসদীয় দলের জরুরি বৈঠক ডেকেছে তৃণমূল।(TMC )মনে করা হচ্ছে, সংসদের সম্ভাব্য বিশেষ অধিবেশনকে সামনে রেখে এই বৈঠক।
Read More: দেশের গোপন তথ্য ফাঁস পাকিস্তানে! দিল্লি থেকে গ্রেফতার ‘গুপ্তচর’ সিআরপিএফ জওয়ান
সূত্রের খবর অনুসারে,মঙ্গলবার দুপুরে দিল্লির সাউথ অ্যাভিনিউতে তৃণমূল কার্যালয়ে বৈঠকের ডাক দেওয়া হয়েছে। রাজধানীর এই বৈঠকে সমস্ত সাংসদকে উপস্থিত হতে বলা হয়েছে তৃণমূলের (TMC)শীর্ষ নেতৃত্বের তরফে। যদিও এই মুহূর্তে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বিদেশ সফরে। তাই তাঁর থাকা সম্ভব নয়। লোকসভার পাশাপাশি রাজ্যসভার সাংসদদেরও সেই বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

তবে এই বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে দল সম্পূর্ণ মুখে কুলুপ এঁটেছে। মনে করা হচ্ছে, এই মুহূর্তে দিল্লিতে কোনও সংসদীয় কার্যক্রম নেই। তবে আগামী মাসের মাঝামাঝি সময়ে সংসদের বিশেষ অধিবেশন হতে পারে। তার প্রস্তুতি আলোচনা হতে পারে মঙ্গলবারের বৈঠকে। আবার, আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। ভোটার তালিকায় কারচুপি নিয়ে ইতিমধ্যে একাধিকবার দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরের নিজেদের অভিযোগ পেশ করেছেন তৃণমূল সাংসদরা। এ প্রসঙ্গে আগামীতে দলের কী অভিযোগ, কী সমাধান মঙ্গলের বৈঠকে তা নিয়েও আলোচনা হতে পারে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1926981073822491082?s=19