কলকাতা : বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন বাংলায়।(Assembly Election)ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। এমতাবস্থায় তৃণমূলকে চিন্তায় ফেলেছে একদল চক্রান্তকারী। শোনা যাচ্ছে, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের নাম, ফোন নম্বর ইত্যাদি তথ্য সংগ্রহ করছে তারা! বিনিময়ে ভোটারদের দিচ্ছে হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়োর মতো মশলাপাতি এবং অন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
Read More: পাকিস্তানের নজরে তাজমহল! নিরাপত্তা বাড়াতে বসছে নয়া অ্যান্টি ড্রোন সিস্টেম
দলীয় সূত্রে খবর, এহেন ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে সার্কুলার জারি করেছে ঘাসফুল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বুথ স্তরের কর্মীদের উদ্দেশে এই সার্কুলার জারি করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠনের নামে কিছু কুচক্রী ভোটারদের বাড়ি যাচ্ছে।(Assembly Election)তারা কোথাও মশলা, কোথাও আবার অন্যান্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করে পরিবর্তে তাঁদের নাম, ফোন নম্বর ও অন্যান্য তথ্য সংগ্রহ করছে। দলীয় নেতাদের বলা দেওয়া হয়েছে, অঞ্চলের দিকে কড়া নজর রাখুন এবং সর্বস্তরের বুথকর্মীদের নিয়ে মিটিং করে সকলকে সচেতন করতে। প্রয়োজনে এদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতেও বলেছে দল।

প্রসঙ্গত, কোনও কোনও ক্ষেত্রে এরা তৃণমূলের বুথ এবং অঞ্চলের নেতাদের কাছেও যাচ্ছেন বলেও খবর মিলেছে! বিভিন্ন ছলে তাঁদের থেকেও তথ্য সংগ্রহ করছেন। জানা গিয়েছে, জঙ্গলমহলের বিনাপুর এমন একটি ঘটনার পরেই সতর্ক হয় তৃণমূল। তারপরেই এই সার্কুলার জারি করা হয়েছে। ভুয়ো পরিচয় দিয়ে তথ্য সংগ্রহের অভিযোগে ইতিমধ্যে বাংলার বিভিন্ন জেলায় ১৬টি এফআইআর দায়ের হয়েছে বলেও জানা গিয়েছে। তবে কি হারের ভয়ে ভোটের আগেভাগে চক্রান্ত করতে শুরু করেছে বিরোধী শিবির? উঠছে এমনই প্রশ্ন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1926930099191914663?s=19