নয়াদিল্লি: বর্তমানে ‘সন্ত্রাসবাদী’ পাকিস্তানের মুখোশ খুলতে বিদেশ সফরে রয়েছে সংসদীয় প্রতিনিধি দল। সেই দল দেশে ফেরার পরে সংসদের বিশেষ অধিবেশন(Parliamentary Season)ডাকার দাবি তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সুরে সুর মিলিয়েছিলেন অন্যান্য বিরোধী দলের নেতারাও। এবার সেই চাপের মুখে পড়েই বিশেষ অধিবেশন ডাকার পরিকল্পনা করছে কেন্দ্র। জল্পনা, আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে সংসদে ডাকা হতে পারে অধিবেশন।
Read More: রবীন্দ্রনাথের কবিতাই হাতিয়ার! সন্ত্রাসের বিরুদ্ধে সিওলে শান্তির বার্তা অভিষেকের
সূত্র জানাচ্ছে, পহেলগাঁও জঙ্গি হামলা থেকে শুরু করে ‘অপারেশন সিঁদুর’, ভারতের সংসদীয় দলের প্রতিনিধিদের সারা বিশ্বে ঘুরে পাকিস্তানের প্রকৃত চরিত্র তুলে ধরার যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেই সবকিছু সংসদের ইতিহাসে নথিভুক্ত থাকুক, এমনটাই চাইছে কেন্দ্র। জানা গিয়েছে, সংসদের বিশেষ অধিবেশনে(Parliamentary Season)যে সব সাংসদ বর্তমানে বিদেশ সফরে রয়েছেন, তাঁরা ফেরার পর সেই অভিজ্ঞতা জানতে তাঁদেরকেই বলার সুযোগ দেওয়া হতে পারে। বিশেষ অধিবেশনে এই সংক্রান্ত আলোচনা শুরুতে বক্তব্য রাখতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অধিবেশন শেষ হতে পারে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জবাবি ভাষণ দিয়ে।

উল্লেখ্য, অতিসম্প্রতিই সংসদের বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানিয়েছিলেন মমতা। তাঁর বক্তব্য ছিল, কী কী ঘটছে, সেই ঘটনা পরম্পরা সবার আগে জানার অধিকার রয়েছে দেশবাসীর। তাই সংসদের বিশেষ অধিবেশনের মাধ্যমে তা সকলের সামনে আনা হোক। ‘অপারেশন সিঁদুর’ পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এই বিষয়টি নিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবিতে মুখর হয়েছিলেন। সেসব দাবিকে গুরুত্ব দিয়েই সম্ভবত পহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুর এবং তার পরবর্তী কেন্দ্রের নানা পদক্ষেপ নিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার কথা ভাবছে কেন্দ্র।
Link: https://x.com/ekhonkhobor18/status/1926913692127338698?s=19