ডায়মন্ড হারবার : দেশজুড়ে ফের মাথাচাড়া দিয়েছে করোনা ভাইরাস। এবার বাংলাতেও থাবা বসাল কোভিড-১৯।(COVID 19)দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের ২ নম্বর ব্লকের এক তরুণী ও এক কিশোরের শরীরে এই ভাইরাস মিলল। তারপর থেকেই স্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে নজরদারি। জেলা প্রশাসনের তরফে এলাকাবাসীদের সতর্ক করা হয়েছে। যদিও এতে আতঙ্কের কোনও কারণ নেই বলেই আশ্বাস দিয়েছে রাজ্য স্বাস্থ্যদফতর।
Read More: পুরীর মন্দিরে ড্রোন উড়িয়েছিলেন! ‘গুপ্তচর’ জ্যোতিকে জেরা করতে চাইছে ৯টি রাজ্যের পুলিশ
ইতিমধ্যেই কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট, দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং সিকিমেও মিলেছে আক্রান্তের খোঁজ। এবার বাংলার মগরাহাটে মিলল আক্রান্তের হদিশ। ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা সূত্রে জানা গিয়েছে, মাঝেমধ্যেই জেলার বিভিন্ন ব্লকে সাধারণ মানুষের থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। সেই নমুনা পরীক্ষাতেই প্রায় সপ্তাহখানেক আগে মগরাহাটের ২ নম্বর ব্লকের ওই দু’জনের কোভিড পজিটিভ(COVID 19)ধরা পড়ে।

এপ্রসঙ্গে স্বাস্থ্যজেলার এক আধিকারিক জানান, “এখনও আতঙ্কের তেমন কিছু নেই। ওই দু’জন বর্তমানে তাঁদের বাড়িতেই রয়েছেন, সুস্থই রয়েছেন। তবে ডায়মন্ড হারবার জেলা স্বাস্থ্যদফতর সতর্ক রয়েছে। কোভিড আক্রান্ত এই দু’জনের স্বাস্থ্য নিয়ে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। ব্লক স্বাস্থ্যদফতরকেও এ বিষয়ে সতর্ক করা হয়েছে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1926252626745720909?s=19
২০১৯ সালের শেষের দিকে চিন থেকে ভারতে ছড়িয়ে পড়ে মারণ করোনা ভাইরাস। যার কবলে পড়ে গোটা বিশ্বে ৭০ লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়। সেই অভিশপ্ত সময় কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে দেশ। তবে তারই মাঝে ফের দেখা দিয়েছে অশনি সংকেত। নতুন ভ্যারিয়্যান্টের ফলে কোভিড সংক্রমণ বাড়ছে দেশে।