নয়াদিল্লি: পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রাকে নিয়ে একের পর এক তথ্য প্রকাশ্যে আসছে। তদন্ত যতই এগোচ্ছে ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে। ইউটিউবার হিসাবে দেশ ও বিদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন জ্যোতি।(Jyoti Malhotra)তার মধ্যে শহর কলকাতাও রয়েছে। জানা গিয়েছে, নয়টি রাজ্যের পুলিশ জ্যোতিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। এই বিষয়ে সম্প্রতি হরিয়ানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে ওড়িশা এবং মধ্যপ্রদেশ পুলিশ।
Read More: কলকাতার পর ড্রোন আতঙ্ক হাসনাবাদের আকাশেও! শুরু তদন্ত
জানা গিয়েছে, মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দির এবং পুরীর জগন্নাথ মন্দিরে ইউটিউবার জ্যোতি(Jyoti Malhotra)দর্শনে গিয়েছিলেন। এমনকী পুরীর মন্দিরে মন্দিরের আকাশে ড্রোন উড়িয়েছিলেন, নিরাপত্তার কারণে যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আবার মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরের ভিডিও রয়েছে ইউটিউবে। এইসব বিষয়েই ইউটিউবার জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করতে চায় ওড়িশা পুলিশ। অন্যদিকে, ইতিমধ্যেই মধ্যপ্রদেশ পুলিশ জ্যোতিকে একবার জেরা করে ফেলেছে৷

মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দির দর্শনেও গিয়েছিলেন জ্যোতি। সেই ভিডিও রয়েছে ইউটিউবে। ইতিমধ্যে মধ্যপ্রদেশ পুলিশ জ্যোতিকে এক দফা জেরা করেছে। এই বিষয়ে উজ্জয়িনীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নীতেশ ভার্গব সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, জ্যোতিকে জেরা করা হয়েছে। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। যেহেতু জাতীয় নিরাপত্তার মতো বিষয় সেই কারণেই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে ইউটিইবারকে জেরা করা হচ্ছে।
২০২৪ সালে পুরীর জগন্নাথ মন্দির দর্শনে গিয়েছিলেন জ্যোতি। যথারীতি ওই ভ্রমণের ভিডিও করেন তিনি। অভিযোগ, সেই সময় তিনি জগন্নাথ মন্দিরের আকাশে ড্রোন উড়িয়েছিলেন, নিরাপত্তার কারণে যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। প্রশ্ন দু’রকম। প্রথমত, নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে কীভাবে ড্রোন ওড়ালেন তিনি? দ্বিতীয়ত, কেন ওড়ালেন? তাহলে কি পুরীর জগন্নাথ মন্দিরে নাশকতার উদ্দেশ্য ছিল? এইসব বিষয়েই ইউটিউবার জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করতে চায় ওড়িশা পুলিশ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1926250605175054566?s=19
এ নিয়ে ওয়াকিবহাল মহলের প্রশ্ন যে, জ্যোতি পুরীর জগন্নাথ মন্দিরের মতো সংবেদনশীল জায়গায় ড্রোন ওড়ালেন, সেই ভিডিও ইউটিউবের মতো সামাজিক মাধ্যমে আপলোড করলেন। তার লাখ লাখ ভিউ হল। অথচ পুলিশের নজরে পড়ল না! এতদিন কী ঘুমিয়ে ছিল প্রশাসন!