নয়াদিল্লি: পাক সন্ত্রাসের পর্দাফাঁস করতে সারা বিশ্বে প্রতিনিধি দল যাচ্ছে ভারতের তরফে। বিশ্বের মোট ৩৩টি দেশে যাবে এই প্রতিনিধি দলগুলি। ইতিমধ্যেই রাশিয়া, জাপানে পৌঁছে গিয়েছেন দিল্লির দূতেরা। সেখানে গিয়ে পাকিস্তানের জঙ্গি পোষণ নিয়ে সরব হলেন এই প্রতিনিধি দলের সদস্যরা। (Anti Terrorism Campaign)
Read More: আর জি করের ছায়া মহারাষ্ট্রে! বিজেপি জোটশাসিত রাজ্যে গণধর্ষণ ডাক্তারি পড়ুয়ার
ইতিমধ্যেই টোকিওয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “ভারত কখনও মাথানত করবে না, আমরা এখানে এই বার্তাই পৌঁছে দিতে এসেছি। আমরা মোটেও ভীত নই। আমি বিরোধী রাজনৈতিক দলের নেতা। পাকিস্তানকে যে ভাষায় বোঝে সেই ভাষাতেই শিক্ষা দেওয়া প্রয়োজন। যদি সন্ত্রাস পাগলা কুকুর হয়, তবে পাকিস্তান তাকে লালন পালন করছে। বিশ্বে সকলকে একজোট হয়ে ওই লালন পালনকারীকে প্রতিরোধ করতে হবে। নইলে ওই লালন পালনকারী আরও পাগলা কুকুরের জন্ম দেবে। ভারত দায়বদ্ধ তাকে শিক্ষা দিতে।”(Anti Terrorism Campaign)

আবার, মস্কোতে ডিএমকে সাংসদ কানিমোজিকে বলতে শোনা গিয়েছে, ”একটা ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে যে, পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ। বারবার এই কথা বলে চলেছে তারা। আমরা পরিষ্কার করে দিতে চাই আসল সত্যিটা। সেই সঙ্গেই আমরা জানাতে চাই, ভারতকে পরমাণু হামলার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করা যাবে না। আমরা আমাদের সার্বভৌমত্বের জন্য লড়ব। আর একত্রিত হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। ভারত শান্তির পক্ষে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1926208943128215637?s=19
অন্যদিকে, কাতার, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া ও ইজিপ্টে যে প্রতিনিধি দল যাচ্ছেন, সেই দলে রয়েছেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। রওনা হওয়ার আগে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”গত ৪৫ বছরে পাকিস্তান ভারতের বিরুদ্ধে সন্ত্রাসে মদত জুগিয়ে চলেছে। আমরা বিভিন্ন দেশে যাব এবং পাকিস্তান যেভাবে সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেয়, তাদের হাতে অস্ত্র তুলে দেয় এবং সীমান্তে পাঠায় সন্ত্রাস ছড়াতে সেই চক্রান্ত ফাঁস করে দেব।”