প্রতিবেদন : ফের দেশজুড়ে বাড়ছে করোনা(COVID 19)সংক্রমণ। কেরল ও দিল্লিতে দাপিয়ে বেড়াচ্ছে এই ভাইরাস। কেরলে এখনও পর্যন্ত ২৭৩ জন এই কোভিড-আক্রান্ত হয়েছেন। এই পরিসংখ্যান দিয়েছে সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি, রাজধানী দিল্লিতেও বাড়ছে কোভিড-আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া তথ্যে জানা গিয়েছে, ২৩ জন নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন সেখানে। তার জেরে নতুন নির্দেশিকা জারি করে হাসপাতালগুলিতে বেড, অক্সিজেন, ওষুধের পর্যাপ্ত ব্যবস্থা করে রাখতে নির্দেশিকা জারি হয়েছে দিল্লি স্বাস্থ্যদফতরের তরফে।
Read More: সন্ত্রাস পাগলা কুকুর, পাকিস্তান তার লালন করছে! টোকিও থেকে মন্তব্য অভিষেকের
বর্তমানে দেশে ক্রমশ প্রবেশ ঘটছে বর্ষার। হাওয়া বদলের এমন সময়ে জ্বর, সর্দি, কাশিতে ভুগছেন অনেকেই। এই আবহে হঠাৎ করেই ফের কোভিড-১৯(COVID 19)ভাইরাসের প্রকোপ দেখা গিয়েছে। শুক্রবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ রাজ্যের সমস্ত জেলায় পর্যবেক্ষণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কেরলে কোট্টায়ামে ৮২ জন কোভিডে আক্রান্ত। তিরুঅনন্তপুরমে ৭৩ জন আক্রান্ত। এর্নাকুলামে সেই সংখ্যা ৪৯। সাধারণ মানুষকে প্রয়োজনে মাক্স পরার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

পাশাপাশি, দিল্লিতে বাড়তে থাকা করোনার চোখরাঙানিকে মাথায় রেখে নির্দেশিকা জারি করেছে সে রাজ্যের স্বাস্থ্যদফতরও। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ সিং জানিয়েছেন এখন পর্যন্ত ২৩ জন বাসিন্দা কোভিডের শিকার। তিনি বলেন, “আমরা ইতিমধ্যেই হাসপাতালগুলোর সঙ্গে বৈঠক করেছি। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সরকার আটজনকে উচ্চপর্যায়ের দল গঠন করেছে।” কেবল এই দুই রাজ্য নয় মহারাষ্ট্র, তেলেঙ্গানা, হরিয়ানা, গুজরাট, কর্ণাটক-সহ একাধিক রাজ্যের বাসিন্দারা কোভিডে আক্রান্ত হয়েছেন। গুজরাটে ১৫ জন করোনা আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে শুক্রবার। তবে এই ভ্যারিয়্যান্ট মারণ নয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1926183705539715500?s=19