লখনউ : নিশ্চিন্তে গাছের নিচে ঘুমোচ্ছিলেন এক ব্যক্তি। আচমকাই তাঁর উপর ট্রাক বোঝাই কাদামাটি ফেলল পুরকর্মী! ঘটনাস্থলেই মৃত্যু হল সেই ব্যক্তির। মৃতের নাম সুনীল কুমার (৪৫)। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিজেপিশাসিত উত্তরপ্রদেশের বরেলি জেলায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। প্রশ্নের মুখে পড়েছে পুরসভা।(Bareli Municipality) তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই।
Read More: ‘যেন রাম আসছেন!’ পূর্ণমের অপেক্ষায় আকুল স্ত্রী রজনী, রিষড়া জুড়ে উৎসবের আবহ
স্থানীয় সূত্র অনুযায়ী, গত কয়েকদিন ধরে উক্ত এলাকার নালা পরিষ্কারের কাজ করছিল পুরসভা। বুলডোজারে কাদামাটি তুলে ট্রাকে করে তা নিয়ে ফেলা হচ্ছিল। সেই কাজ চলাকালীনই এই দুর্ঘটনা ঘটে। বরেলির সতীপুর এলাকায় বাসিন্দা সুনীল কুমার ওই এলাকাতেই সবজি বিক্রি করতেন। ঘটনার সময় কাজ সেরে গাছের নিচে ঘুমোচ্ছিলেন তিনি। তখনই ট্রাক বোঝাই কাদামাটি ফেলে দেওয়া হয় তাঁর উপর।

বিষয়টি জানাজানি হতে সেখান থেকে সুনীলকে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, গাছের নিচে কেউ রয়েছেন কিনা না দেখেই সেখানে ট্রাক বোঝাই মাটি উলটে দেন পুরকর্মীরা। যার জেরেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। দুর্ঘটনার কথা জানার পর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার(Bareli Municipality) তরফে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1925899966372811127