হাওড়া : শুক্রবারই নিজের বাড়িতে ফিরছেন হুগলির বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ।(Purnam Kumar Shaw) গত ২৩ এপ্রিল কর্মরত অবস্থায় ভুল করে বর্ডার পেরিয়ে পাক রেঞ্জার্সদের হাতে আটক হয়েছিলেন। ভারতের ক্রমাগত চাপে ১৪ মে পূর্ণমকে মুক্তি দেয় পাকিস্তান। ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে দেশে ফেরানো হয় তাঁকে। তার ৯ দিন বাদে, আজ ‘ঘরে ফেরার গান’ বেজে উঠছে পূর্ণমের বুকে। এদিন বিকেলে হাওড়া স্টেশনের ১৭ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছন তিনি। অল্প কিছুক্ষণের মধ্যে হুগলির রিষড়ার বাড়িতে পৌঁছনোর কথা তাঁর।
Read More: প্রতিনিধি দল দেশে ফিরলেই ডাকা হোক সংসদীয় অধিবেশন, কেন্দ্রের কাছে আর্জি মমতার
বাড়িতে অধীর অপেক্ষায় রত পূর্ণমের(Purnam Kumar Shaw) অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ। বলছেন, “ঠিক যেন রাম আসছেন।” এদিন পূর্ণমের বাবা এবং রিষড়া পুরসভার চেয়ারম্যান হাওড়া স্টেশনে তাঁকে স্বাগত জানাতে যান। স্টেশনে তাঁকে জাতীয় পতাকা এবং ফুলের তোড়া দিয়ে বীর জওয়ানকে অভ্যর্থনা জানানো হয়। হাওড়া স্টেশনে দাঁড়িয়ে পূর্ণম বলেন, “আপনাদের প্রার্থনায় ফিরতে পারলাম।”

রিষড়ায় পূর্ণমের বাড়ির সামনে কার্যত জনারণ্য। বৈদ্যুতিন আলো, প্রদীপে সাজানো হয়েছে সারা বাড়ি। আনা হয়েছে কেক। চলছে রান্নাবান্নাও। হাওড়া স্টেশন থেকে সড়কপথে রিষড়া পৌঁছনোর কথা পূর্ণমের। স্ত্রী রজনী জানান, “গত ২৩ এপ্রিল পাকিস্তানে বন্দি হন স্বামী। তার আগের মাসে বাড়ি এসেছিলেন। সেই হিসাব করলে প্রায় দু’মাস পর দেখা হবে। খুব ভালো লাগছে। বাড়িতে কেক আনা হয়েছে। কেক কাটা হবে। রান্নাবান্না হচ্ছে। লুচি, তরকারি, মিষ্টি খেতে ভালোবাসেন। তাই তাঁর পছন্দমতো রান্নাবান্না হচ্ছে।” বাবার অপেক্ষায় উৎসুক পূর্ণমের বছর আটেকের ছেলেও। জানিয়েছে, বাবা ফিরলেই সে বাবার সঙ্গে খেলায় মেতে উঠবে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1925887070855106988