প্রতিবেদন : দু’দিনের জন্য বন্ধ করা হল আন্দামান ও নিকোবরের আকাশসীমা। ইতিমধ্যেই ‘নোটাম’(‘NOTAM’) জারি করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ শুক্র ও শনিবার আন্দামান ও নিকোবরের উপর দিয়ে কোনও যাত্রীবাহী বিমান চলাচল করবে না। জানা গিয়েছে, মিসাইল পরীক্ষার জন্য আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এবিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি এখনও।
Read More: বড় ক্ষতি হচ্ছে, ভারতকে অনুরোধ করুন! বাংলাদেশি পোশাক নির্মাতাদের আবেদন ইউনূসকে
উক্ত নির্দেশিকাতে বলা হয়েছে, ২৩ ও ২৪ মে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আকাশসীমা দিয়ে বিমান চলাচল করতে পারবে না।(‘NOTAM’) সকাল ৭টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত বিমান চলাচল পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ওই এলাকায়। আগেও একাধিকবার আন্দামান-নিকোবরের একাধিক মিসাইল পরীক্ষা করেছে সেনা। তবে গত একমাসে ভারত-পাক সংঘাতের আবহে নতুন করে মিসাইল পরীক্ষা বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এই এলাকায় এর আগে বড় ক্ষেপনাস্ত্র পরীক্ষা করা হয়েছিল গত জানুয়ারিতে। দেশে তৈরি ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় সেসময়। তারপর এপ্রিলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ২৫০ কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছিল ভারতীয় বিমান বাহিনী। এবার আবার নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য জারি করা হল আকাশসীমা বন্ধের নির্দেশ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1925854547966107892