শ্রীনগর : অব্যাহত ‘অপারেশন ত্রাসী’। আজ, শুক্রবারও জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার জেলায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান(Counter Terrorism) জারি রেখেছে সেনা। ৩-৪ জন জঙ্গি ছাত্রুর গভীর জঙ্গলে লুকিয়ে রয়েছে বলে অনুমান। সেই জঙ্গিদের খোঁজেই সকাল থেকে জঙ্গল ঘিরে অভিযান চালাচ্ছে সেনা।
Read More: সি ভি আনন্দ বোসের বিদায়! বাংলার নতুন রাজ্যপাল সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি
বৃহস্পতিবার কয়েক জন জঙ্গির উপস্থিতির খবর আসে সেনার কাছে। তার পরই কিস্তওয়ারে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামে সেনা।(Counter Terrorism) উক্ত অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ত্রাসী’। ‘দ্য হোয়াইট নাইট কোর’ এক্স হ্যান্ডলে জানায় যে, অভিযান চলাকালীন জঙ্গিরা সেনাকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় সেনাও। দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে বেশ কিছু ক্ষণ। তাতেই দুই জঙ্গি নিহত হয়েছে। প্রাণ হারিয়েছেন এক জওয়ানও।

পাশাপাশি সেনা সূত্রে জানা গিয়েছে, ছাত্রুর জঙ্গলে আরও ৩-৪ জন জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। সেই জঙ্গির খোঁজেই তল্লাশি চালানো হচ্ছে। এই তল্লাশি অভিযানে রয়েছে সেনার প্যারা কমান্ডো, জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং সিআরপিএফ। শুক্রবার ভোরের আলো ফুটতেই আরও বাড়ানো হয়েছে তল্লাশির গতি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1925840253375426722
সেনার অনুমান, জঙ্গিরা দু’টি দলে ভাগ হয়ে গিয়েছে। সূত্রের খবর, ছাত্রুর জঙ্গল বেশ দুর্গম। এই জঙ্গলে তল্লাশির পাশাপাশি সিংপোরা এবং বেঘপোরা গ্রামেও তল্লাশি জারি রাখা হয়েছে। এর আগে সোপিয়ান এবং ত্রালে দু’টি পৃথক অভিযানে ছয় জঙ্গিকে খতম করেছিল সেনা। সোপিয়ান, ত্রালের পর দুই জঙ্গি নিহত হয়েছে কিস্তওয়ারেও।