কলকাতা: রাজ্যপালের পদ থেকে বিদায় নিতে চলেছেন ড. সি ভি আনন্দ বোস। এবার বাংলার রাজভবনে আসতে চলেছেন সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি বেলা মাধুর্য ত্রিবেদী।(Governor of Bengal) এমনই খবর পাওয়া যাচ্ছে। বিদেশ সফর থেকে ফিরেই বাংলার রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেবেন গুজরাটের এই আইন বিশেষজ্ঞ। তবে, সি ভি আনন্দ বোস অসুস্থতার কারণেই সরে যাচ্ছেন, নাকি অন্য কোনও কারণ আছে, তা নির্দিষ্টভাবে জানা যায়নি।
Read More: জুতো দিয়ে মার, মুখে কালি! শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে মধ্যযুগীয় বর্বরতা যোগীরাজ্যে
জুনে বিচারপতি হিসেবে বেলা মাধুর্য ত্রিবেদীর অবসর গ্রহণের কথা থাকলেও তিনি ইতিমধ্যেই অবসর নিয়ে নিয়েছেন। পূর্বে, গুজরাটে নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী থাকাকালীন সেখানের আইন দফতরের সচিব পদেও ছিলেন তিনি। এরপর গুজরাট হাই কোর্টের বিচারপতি হন। তারপর সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত থেকে অবসরের পর একটি বিদেশ সফরের কথা রয়েছে। এরপরেই বাংলার রাজ্যপাল(Governor of Bengal) হিসেবে তাঁকে নিযুক্ত করা হবে বলে জানা যাচ্ছে।

বিচারপতির চেয়ারে বসে একাধিকবার বিতর্কে জড়িয়েছিলেন বেলা। সুপ্রিম কোর্টে বিলকিস বানোর ধর্ষকদের মুক্তির মামলার থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। একাধিক মামলার সময় তাঁকে নিয়ে নানা চর্চা চলেছিল। দিল্লি ও গুজরাটের আইনজীবীদের একাংশের অভিযোগ, তিনি বিজেপি ঘনিষ্ঠ। এর জেরে তাঁর বিদায় সংবর্ধনার অনুষ্ঠানটি নিয়েও মতপার্থক্য হয়ে যায়। বিচারপতি থাকাকালীন একাধিক আইনজীবীর সঙ্গেও বিতর্কে জড়িয়েছিলেন বেলা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1925838499569111529
সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের শীর্ষমহল মোটামুটি রাজ্যপাল বদলের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন। মহিলা আইনজ্ঞ রাজ্যপালকে রাজভবনে বসিয়ে আগামী বিধানসভা নির্বাচনে যেতে চাইছে কেন্দ্র। শেষমুহূর্তে কোনও সিদ্ধান্ত বদল না হলে বোসের বিদায় এবং বেলার আগমন কার্যত নিশ্চিত।