ঝাঁসি : আরও একবার অভাবনীয় বর্বরতার সাক্ষী রইল বিজেপিশাসিত উত্তরপ্রদেশ।(Uttarpradesh)শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ তুলে এক যুবককে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠল যোগীরাজ্যের ঝাঁসিতে। জানা গিয়েছে, হঠাৎই ওই যুবককে ঘিরে ধরে কয়েকজন। এরপর তার উপর ক্রমাগত অত্যাচার চালানো হয়। কখনও তাঁকে মোরগের মতো করে বসে থাকতে বাধ্য করা হয়। কখনও মুখে কালি ছেটানো হয়। এরপরেই থানায় অভিযোগ দায়ের করা হয় ওই যুবকের পরিবারের তরফে।
Read More: আকাশ থেকে নিখুঁত নজরদারিতে নিরাপদ ভারত, সীমান্ত নিয়ে আশ্বাস ইসরোর চেয়ারম্যানের
নির্যাতিত যুবকের বাবা মহেশ সবিতা জানান, তাঁর ছেলে বিপিন যখন বাজার থেকে বাড়ি ফিরছিল সেই সময় কয়েকজন বিপিনকে ঘিরে ধরে কয়েকজন হেনস্থা করতে শুরু করে। মহেশের কথায়, মিথ্যা অভিযোগে বিপিনকে নির্যাতন করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, প্রায় ছ’জন বিপিনকে চারিদিক থেকে ঘিরে ধরে। তারপেরই তাঁকে মোরগের মতো করে বসতে বাধ্য করা হয়। মধ্যবয়সী এক ব্যক্তি বিপিনকে মারতে শুরু করে। এক মহিলাকে বিপিনের মুখে কালি ছিটিয়ে দিতে দেখা যায়। জুতো দিয়ে মারা হয়। এরপরই ওই অবস্থায় তাঁকে গ্রাম ঘোরানো হয় বলে অভিযোগ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1925836917293056100
মোট সাতজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বিপিনের বাবা। খুব তাড়াতাড়ি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।(Uttarpradesh)