টোকিও: পাক জঙ্গি হামলার পরেই ভারতের প্রত্যাঘাত! অপারেশন সিঁদুরের পরে পাক সন্ত্রাসের পর্দাফাঁস করতে তৎপর কেন্দ্র। সারা বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠিয়ে পাকিস্তানের সন্ত্রাসের কথা জানাবে ভারত৷ এই মর্মেই একটি প্রতিনিধি দল পৌঁছে গিয়েছে জাপানে৷ সেই দলেই রয়েছেন তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।(Abhishek Banerjee)
Read More: বঙ্গোপসাগরে নিম্নচাপ, কোন কোন জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা! জানাল হাওয়া অফিস
সেই সফরে শুক্রবার জাপানের টোকিওতে তামা সমাধিস্থলে যান অভিষেক।(Abhishek Banerjee) যেখানে ভারতের স্বাধীনতাযোদ্ধা রাসবিহারী বসুর সমাধি রয়েছে। বাংলার বীরযোদ্ধার সমাধিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন অভিষেক। বেশ কিছুক্ষণ সময় কাটান সেখানে। এরপরেই তিনি সমাধিস্থল নিয়ে অভিযোগ করে সরব হন।

এক্স হ্যান্ডেলে সফরের কথা জানিয়ে অভিষেক অভিযোগ করেন, রাসবিহারী বসুর সমাধিস্থল দীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। অত্যন্ত অবহেলা করা হয়েছে। জাপানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত এবং ভারতীয় দূতাবাসকে বিষয়টিতে নজর দেওয়ার আর্জি জানান।
শুধু রাসবিহারী বসুর সমাধিস্থল নয়। এদিন অভিষেক আরও এক স্মৃতিবিজড়িত সৌধে যান। ভারত ও জাপানের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচারপতি রাধাবিনোদ পাল। তাঁকে উৎসর্গ করা স্মৃতিস্তম্ভেও যান তৃণমূল সাংসদ। টোকিওর ইয়াসুকুনি মঠে রয়েছে রাধাবিনোদ পালের স্মৃতিসৌধ। সেখানেও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Link: https://x.com/ekhonkhobor18/status/1925831584676016177
প্রসঙ্গত, জেডিইউয়ের সঞ্জয় ঝার নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন অভিষেক। জাপানের সরকারি স্তরের প্রতিনিধিদের সঙ্গে এদিন একের পর এক বৈঠকে অভিষেকরা পাকিস্তানের সন্ত্রাসী মুখোশ খুলে দিয়েছেন।অভিষেকদের প্রতিনিধি দল আরও ৪টি দেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়াতেও যাবেন।