হুগলি : অবশেষে দীর্ঘ এক মাসের অপেক্ষার অবসান। শুক্রবার, ২৩ মে বাড়ি ফিরছেন হুগলির রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ।(Purnam Kumar Shaw) গত ২৩ এপ্রিল কর্মরত অবস্থায় ভুল করে বর্ডার পেরিয়ে পাক রেঞ্জার্সের হাতে আটক হয়েছিলেন তিনি। আর আজ বিকেল ৫টা নাগাদ বাড়ি ফিরবেন পূর্ণম। খবর পেতেই খুশির হাওয়া পূর্ণমের পরিবার-সহ সারা এলাকায়।
Read More: দিলীপকে এড়াতেই দীর্ঘদিন হচ্ছে না রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠক! জল্পনা তুঙ্গে
পহেলগাঁও হামলার পরদিন অর্থাৎ ২৩ এপ্রিল ভুল করে পাক ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন হুগলির পূর্ণমকুমার সাউ।(Purnam Kumar Shaw) সেই থেকে পাক সেনার হাতে বন্দি ছিলেন তিনি। স্বামীর খোঁজে অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী গিয়েছিলেন বিএসএফের হেড কোয়ার্টারেও। আশ্বাস নিয়ে ঘরে ফিরলেও আশঙ্কা ছিলই। ৭ মে ‘অপারেশন সিঁদুর’-এর পর কার্যত স্বামী ফেরার আশাই ছেড়েছিলেন রজনী। পাকিস্তানের সঙ্গে ভারতের ফ্ল্যাগ মিটিং চলছিলই। অবশেষে ১৪ তারিখ ফ্ল্যাগ মিটিংয়ে মাথা নত করতে বাধ্য হয় পাকিস্তান। পূর্ণমকে মুক্ত করার সিদ্ধান্ত নেয় তাঁরা। ১৪ মে ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে দেশে ফেরানো হয় পূর্ণমকে। ফোনে, ভিডিও কলে স্ত্রী’র সঙ্গে কথা হয় তাঁর।

তবে তখনই বাড়ি ফিরতে পারেননি পূর্ণম।স্বাস্থ্যপরীক্ষা, পাকিস্তানে তাঁর উপর কীভাবে অত্যাচার করা হয়েছে, মানসিকভাবে পূর্ণম কতটা ঠিক রয়েছেন, সমস্ত দিক খতিয়ে দেখা হয়। সেই পর্ব মিটতেই দেশে ফেরার ৯ দিনের মাথায় হুগলিতে নিজের বাড়িতে ফিরছেন বিএসএফ জওয়ান। সুখবর পেতেই তাঁর বাড়িতে শুরু হয়েছে অকাল উৎসব। খুশির জোয়ারে ভেসেছেন পরিবারের সদস্যরা। স্ত্রী রজনী জানাচ্ছেন, এখন স্বামীর বাড়ি ফিরে আসার প্রহর গুনছেন তিনি। বাবার সঙ্গে খেলার জন্য অধীর অপেক্ষায় রয়েছে পূর্ণম-পুত্র। পূর্ণমের বাবা-মা বলছেন, ছেলে তাড়াতাড়ি ঘরে ফিরুক। এও জানিয়ে রেখেছেন, ছেলেকে ফের দেশরক্ষার কাজে পাঠাবেন তাঁরা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1925542933937205667