শ্রীনগর : ভারত-পাক সংঘাতের আবহে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্দেশে ইতিমধ্যেই ভূস্বর্গে পৌঁছে গিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। এবার সেজন্য মমতাকে ধন্যবাদ জানালেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। আগামীদিনে বাংলার সঙ্গে জম্মু-কাশ্মীরের সহযোগিতার সম্পর্ক বৃদ্ধির মজবুত করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
Read More: সন্ত্রাস দমনে ‘অপারেশন ত্রাসী’, ভূস্বর্গে সেনার গুলিতে খতম ২ জঙ্গি
গতকাল, অর্থাৎ বুধবার শ্রীনগরে পৌছানোর পরেই তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা ওমরের বাসভবনের অন্দরের দফতরে গিয়ে দীর্ঘ বৈঠক করেছেন। প্রায় দেড় ঘন্টার বেশি সময়ের দীর্ঘ বৈঠকে ওমর, প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা এবং সেখানকার মন্ত্রিসভার চার সদস্য তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যদের পুঞ্চ ও রাজৌরির মানুষদের অবস্থা সম্পর্কে সবিস্তারে অবহিত করেছেন।

বাংলার মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee) এহেন পদক্ষেপে আপ্লুত ওমর। বাংলার সঙ্গে জম্মু-কাশ্মীরের যে আলাদা টান রয়েছে সেই বিষয়টিও তিনি উল্লেখ করেন এবং আগামী দিনে দুই রাজ্যের মধ্যে কিভাবে সহযোগিতার সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি। প্রাথমিক স্তরে কথাবার্তাও হয়েছে এই বিষয়ে। এদিনের বৈঠক প্রসঙ্গে তৃণমূল প্রতিনিধি দলের অন্যতম সদস্য ডেরেক ও ব্রায়েন জানিয়েছেন, “ওমরের সঙ্গে বৈঠক খুব ভালো হয়েছে। উনি অত্যন্ত খুশি হয়েছেন এবং আমাদের দলনেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। বৈঠকের নির্যাস আমার দলনেত্রীকে জানিয়েছি।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1925493403472560454
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে পুঞ্চের উদ্দেশে রওনা দিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। সেখানে তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন, সাধারণ মানুষ, সেখানকার জন প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন। “পুঞ্চ ও রাজৌরির মানুষের জীবন সংগ্রামে তাঁদের পাশে থাকার বার্তা দিতে আমরা যাচ্ছি। এখানকার মুখ্যমন্ত্রীকে সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে কীভাবে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া যায়, সেটা সবার দেখা উচিত”, জানিয়েছেন তৃণমূলের প্রতিনিধি দলের অন্যতম সদস্য মানস ভুঁইয়া।