শ্রীনগর : ভূস্বর্গে সন্ত্রাস দমনে ফের সাফল্য পেল ভারতীয় সেনা। বৃহস্পতিবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার সিংপোরা এলাকায় শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেনার গুলিতে খতম হয়েছে দুই জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় হানা দিয়েছিল নিরাপত্তাবাহিনী। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশেন ত্রাসী’।(Operation Trasi)
Read More: জঙ্গিদের সঙ্গে সরাসরি যোগের প্রমাণ নেই! ‘গুপ্তচর’ জ্যোতিকে নিয়ে নয়া তথ্য পুলিশের
এই নিয়ে কাশ্মীর উপত্যকায় দুই সপ্তাহে ৮ জঙ্গিকে নিকেশ করল সেনা। পহেলগাঁওয়ে হামলা পর থেকেই ভূস্বর্গে জঙ্গি নিকেশে একের পর এক অভিযান চালাচ্ছে তারা। এদিন সকাল ৭টা নাগাদ কিস্তওয়ার জেলার সিংপোরা এলাকায় যৌথ অভিযান চালায় প্যারা এসএফ, সেনার ১১আরআর, অসম রাইফেলস এবং এসওজি। প্রথামিকভাবে খবর ছিল, লুকিয়ে রয়েছে তিন থেকে চার জন জঙ্গির একটি দল। গোটা এলাকা ঘিরে অভিযান শুরু হয়। তখনই পালটা গুলি ছোড়ে জঙ্গিরা। তাতেই নিহত হয়েছে দুই জঙ্গি। অন্যদিকে জঙ্গিদের খোঁজে অভিযান এখনও অব্যাহত(Operation Trasi) রয়েছে বলেই জানিয়েছে সূত্র।

প্রসঙ্গত, পহেলগাঁওয়ে ২৬ জন ভারতীয়কে হত্যার পর ৭ মে পিওকে এবং পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। যার পর ভারত-পাক সংঘাত শুরু হয়। যদিও পাকিস্তানের অনুরোধে সংঘর্ষবিরতিতে রাজি হয় ভারত। একই সঙ্গে পহেলগাঁও-কাণ্ডে জড়িত জঙ্গিদের সন্ধানও চলছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1925491786912502114