প্রতিবেদন : এবছরের আইপিএল(IPL PlayOff) অভিযান শেষ হয়েছে কেকেআরের। প্লে অফে পৌঁছতে পারেনি নাইট-বাহিনী। গত ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার সঙ্গে সঙ্গেই শেষ চারের লড়াই থেকে ছিটকে গিয়েছে তারা। এমতবস্থায় বিসিসিআইয়ের নতুন নিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করে বোর্ডকে চিঠি দিলেন কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর।
Read More: দায়ের মানহানির মামলা, ভুয়ো খবর ছড়িয়ে বিপদে অমিত মালব্য ও অর্ণব গোস্বামী
ভারত-পাক সংঘাতের আবহে কিছুদিন বন্ধ ছিল আইপিএল। বিরতির পর তা শুরু হওয়ায় বেশ কিছু বদল এসেছে। বদলেছে প্লে অফ(IPL PlayOff) ও ফাইনালের ভেন্যুও। পরিবর্তন এসেছে ‘কাট অফ’ টাইমের। বৃষ্টির জন্য ‘কাট অফ’ সময় পিছিয়ে দেওয়া হয়েছে। আর হঠাৎই বোর্ড এই নিয়ম নিয়ে আসায় ক্ষুব্ধ নাইট শিবির।

জনপ্রিয় এক ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের খবর অনুযায়ী, বিসিসিআইকে মেল করেছেন ভেঙ্কি মাইসোর। এর আগে আরসিবি-কেকেআর ম্যাচ বৃষ্টির জন্য বাতিল করা হয়। সেই ম্যাচে এক বলও খেলা হয়নি। নির্ধারিত সময়ের ২৬ মিনিট আগেই সেই ম্যাচ বাতিল করা হয়। দু’দলই এক পয়েন্ট করে পায়। ঘটনাচক্রে, বিরতির পর সেটাই ছিল আইপিএলের প্রথম ম্যাচ। ওই ম্যাচে যদি নাইটরা জিতত, তাহলে প্লে অফের আশা জিইয়ে থাকত। তখন কেন অতিরিক্ত ‘কাট অফ’-এর নিয়ম জারি হয়নি, প্রশ্ন উঠছে এখানেই।
উক্ত ওয়েবসাইটটির মতে, ভেঙ্কি মাইসোর মেলে লিখেছেন, “বর্তমান পরিস্থিতিতে হয়তো মরশুমের মাঝপথে নিয়ম বদলানো দরকার ছিল। কিন্তু নিয়মবদলের ক্ষেত্রে ধারাবাহিকতা দরকার। সেই ম্যাচ বৃষ্টির জন্য বাতিল করা হয়। কিন্তু এখন যে অতিরিক্ত ১২০ মিনিট যোগ করা হয়েছে, সেটা সেই সময় হলে তাতে হয়তো ৫ ওভারের ম্যাচ করা সম্ভব হত। সেই ম্যাচ বাতিল হওয়ায় কেকেআরের প্লে অফে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায়। মরশুমের মাঝপথে এই ধরনের ধারাবাহিকতাহীন সিদ্ধান্ত ঠিক নয়। আশা করছি, আপনারা বুঝতে পারছেন কেন আমরা দুঃখিত।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1925182117828563411
‘কাট অফ’-এর নয়া নিয়ম অনুযায়ী, বৃষ্টিতে কোনও ম্যাচ বিঘ্নিত হলে ‘কাট অফ’ টাইম আরও এক ঘণ্টা করে পিছিয়ে দেওয়া হবে। অর্থাৎ, বৃষ্টি হলে, এক ঘণ্টা বাড়তি সময় অপেক্ষা করা হত। এখন থেকে সেই অপেক্ষার মেয়াদ বেড়ে হবে দু’ঘণ্টা। এবছর বর্ষা এগিয়ে আসছে বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই মনে করছেন অনেকে।