প্রতিবেদন : বড়সড় বিপাকে পড়লেন বিজেপি নেতা অমিত মালব্য ও রিপাবলিক টিভির সঞ্চালক অর্ণব গোস্বামী। ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে তাঁদের বিরুদ্ধে মানহানির মামলা(Defamation Case) দায়ের করল কংগ্রেস।
Read More: আইএসআই চরকে বিয়ের প্রস্তাব জ্যোতির! তদন্তকারীদের হাতে এল চাঞ্চল্যকর তথ্য
ভারত-পাক সংঘাতের আবহেই সংবাদমাধ্যম রিপাবলিক টিভির সঞ্চালক অর্ণব গোস্বামী দাবি করেন, যুদ্ধে পাকিস্তানের সহযোগী দেশ তুরস্কে নাকি দলীয় অফিস রয়েছে কংগ্রেসের! সেই দাবি সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। গুরুতর এই অভিযোগ সামনে আসতেই তোলপাড় শুরু হয় রাজনৈতিক মহলে। এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে অভিযোগ করে অর্ণব ও অমিত মালব্যের বিরুদ্ধে মানহানি মামলা(Defamation Case) দায়ের করেছে হাত শিবির।

উক্ত মামলার কপি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে কংগ্রেসের তরফে। “যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তুরস্কে আমাদের কোনও দলীয় দফতর নেই। এই দুইজন দেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। বিতর্কিত ওই বয়ানে দেশের সর্বভারতীয় রাজনৈতিক দলকে বদনাম করার চেষ্টার পাশাপাশি দেশপ্রেমী ভাবনায় আঘাতের সামিল। আমরাও এর শেষ দেখে ছাড়ব”, জানান কংগ্রেসের যুব কংগ্রেসের আইটি সেলের প্রধান শ্রীকান্ত স্বরূপ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1925163061335531926