নয়াদিল্লি: পাক সন্ত্রাসীদের সঙ্গে যোগ! গোয়ান্দাদের জালে ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা।(Jyoti Malhotra)ট্র্যাভেল ভ্লগিং-এর নেপথ্যে গোপন তথ্য পাচারের ছক! একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে জ্যোতি মালহোত্রাকে নিয়ে। এবার আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আনল তদন্তকারীরা। জানা গিয়েছে, আইএসআইয়ের চরকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন জ্যোতি।
Read More: নির্লজ্জ আত্মপ্রচার! ট্রেনের টিকিটে মোদীর ছবি সহ ‘অপারেশন সিঁদুর’-এর বিজ্ঞাপন
সুন্দরী ইউটিউবার জ্যোতি মালহোত্রা(Jyoti Malhotra) তাঁর ট্র্যাভেল ভ্লগিং-এর আড়ালে পাক জঙ্গিদের সঙ্গে রীতিমতো যোগাযোগে ছিলেন। এ নিয়ে তদন্তে একাধিক তথ্য সামনে আসছে। এর মধ্যেই জানা যাচ্ছে, জ্যোতি মালহোত্রা এবং আলি হাসান নামে একজন আইএসআই চরের হোয়াটসঅ্যাপ চ্যাট তদন্তকারীদের হাতে এসেছে। আপাতত সেটাই খুঁটিয়ে দেখা হচ্ছে। জানা যাচ্ছে, ওই আইএসআইয়ের চরকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন জ্যোতি। তদন্তকারীদের দাবি, হাসানের সঙ্গে রীতিমতো প্রেমের সম্পর্কেই জড়িয়ে পড়েছিলেন জ্যোতি।

প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সুন্দরী ‘দেশদ্রোহী’ জ্যোতি মালহোত্রা। ২০২৩ সালে, ভারতে পাক দূতাবাস কর্মী এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে জো-র (এই নামেই নিজের পরিচয় দেন জ্যোতি) আলাপ। ক্রমে ঘনিষ্ঠতা। এই দানিশকে ইতিমধ্যেই পাক দূতাবাস থেকে বের করে দিয়েছে নয়াদিল্লি। তাকে ‘পার্সোনা নন গ্রাটা’ অর্থাৎ অবাঞ্ছিত ব্যক্তি বলে বিতাড়িত করেছে ভারত সরকার।
Link: https://x.com/ekhonkhobor18/status/1925161457207160947
দানিশ সম্পর্কে তদন্ত করতে গিয়েই প্রথমে জ্যোতির নাম পান তদন্তকারীরা। এরপর হোয়াটসঅ্যাপ চ্যাটকে কেন্দ্র করে নানা তথ্য হাতে এসেছে। দাবি, জ্যোতির মাধ্যমে আইএসআই-এর হাতে চলে যেত ভারতীয় এজেন্টদের তথ্য। সেটা পরিষ্কার হয়ে গিয়েছে চ্যাট থেকেই।