প্রতিবেদন : ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যকে নিজেদের রাজনৈতিক প্রচারের অস্ত্র হিসেবে ব্যবহার করতে বারবার দেখা গিয়েছে কেন্দ্রের শাসকদল বিজেপিকে। এবার সমস্ত নির্লজ্জতার সীমা ছাড়িয়ে গেল মোদী সরকার।(Modi Govt) ট্রেনের টিকিটে ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য উল্লেখ করে সঙ্গে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীর ছবি! এর মাধ্যমে আদতে ভারতীয় সেনাবাহিনীকেই পণ্য হিসেবে তুলে ধরা হচ্ছে, এমনই অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস। নিন্দার ঝড় উঠেছে একাধিক মহলে।
Read More: ‘এদের শনাক্ত করুন’, ভূতুড়ে ভোটার ধরতে প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
বুধবার মধ্যপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা উমাঙ্গ সিংঘার সোশ্যাল মিডিয়ায় রেলের একটি ই-টিকিটের ছবি পোস্ট করেন। ভোপাল জংশন থেকে নাসিক রোড পর্যন্ত সিএসএমটি রাজধানী এক্সপ্রেসের ওই টিকিটে দেখা যাচ্ছে, অপারেশন সিঁদুরের সাফল্যের উল্লেখ করা হয়েছে। রয়েছে প্রধানমন্ত্রীর ছবিও। সেখানে স্যালুট করতে দেখা যাচ্ছে তাঁকে।(Modi Govt) এই পুরো প্রক্রিয়ারই বিরোধিতায় মুখর হয়েছে কংগ্রেস। “ভারতীয় সেনাবাহিনীর যে গর্ব এবং ঐতিহ্য রয়েছে, তা একজনের রাজনৈতিক কেরিয়ার উজ্জ্বল করতে পণ্যের মতো বিক্রি করা হচ্ছে। অপারেশন সিঁদুর নিয়ে কেন্দ্রীয় সরকার কতটা বিজ্ঞাপন লোলুপ হয়ে উঠেছে, এটি তার সাম্প্রতিকতম উদাহরণ। প্রধানমন্ত্রীর প্রচারের উদ্দেশে রেলের টিকিটে অপারেশন সিঁদুরকে ব্যবহার করা হচ্ছে”, অভিযোগ মধ্যপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতার।

উল্লেখ্য, এর আগে কোভিড টিকাকরণের শংসাপত্রে মোদীর ছবি থাকা নিয়ে বিতর্কের রোল উঠেছিল সারা দেশে। সেই প্রসঙ্গ তুলে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব জানিয়েছেন, “করোনা সময়কালের ঘটনার কথা মনে পড়ে গেল। সেই সময় ভ্যাক্সিনের সার্টিফিকেটে নরেন্দ্র মোদী ছবি দিয়ে প্রচার করছিলেন।” কংগ্রেস নেতা উমাঙ্গ সিংঘার স্পষ্ট দাবি, এর আগেও ভারতীয় সেনাবাহিনীর একাধিক সাফল্যকে ভোটপ্রচারে ব্যবহার করেছেন নরেন্দ্র মোদী। যদিও এই ব্যাপারে এখনও কোনও মন্তব্য করা হয়নি রেল বোর্ডের তরফে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1925155290074550551