কলকাতা: বুধবার সকাল থেকেই আংশিক মেঘলা কলকাতার আকাশ। এদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা বৃষ্টিতে ভাসবে বলে জানাল হাওয়া অফিস।(Weather Office) শুক্রবার পর্যন্ত বঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি চলবে। তবে বৃষ্টির সময় সাময়িক স্বস্তি মিললেও পরের ৫ দিন গরমের কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকবে বেশির ভাগ জেলায়। উত্তরবঙ্গেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
Read More: ‘বাংলায় কোনও জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে’, পুলিশকে কড়া নির্দেশ মমতার
বুধবার কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার পর্যন্ত এমনই চলবে বলে জানিয়েছে আলিপুর।(Weather Office) তবে বিক্ষিপ্ত ভাবে আগামী রবি-সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে।
আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের বেশির ভাগ জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় (অন্তত ৭ থেকে ১১ সেন্টিমিটার)। ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ও বইবে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের ৮ জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1925148080103637403