নয়াদিল্লি : পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহেই ফের বড় বার্তা দিল ভারত। স্পষ্ট জানাল, এখনও শেষ হয়নি ‘অপারেশন সিঁদুর’। তিন কুখ্যাত জঙ্গিকে(Terrosist)অবিলম্বে হস্তান্তর করতে হবে পাকিস্তানকে, এমনই দাবি ভারতের।
Read More: বিজ্ঞানমহলে শোকের ছায়া, প্রয়াত পদ্মভূষণ জয়ন্ত নারলিকর
ইজরায়েলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জে পি সিং সোমবার বুঝিয়ে দিলেন, সন্ত্রাসবাদীদের ক্ষমা নেই। রেয়াত করা হবে না জঙ্গিদের(Terrosist) মদতদাতাদেরও। তিনি বলেন, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদ, জাকিউর রহমান লখভি এবং মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত সাজিদ মিরের মতো কুখ্যাত সন্ত্রাসবাদীদের তুলে দিতে হবে ভারতের হাতে।

একটি ইজরায়েলি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জে পি সিং বলেন, “পহেলগাঁওয়ে ধর্ম দেখে ২৬ জন নিরীহ মানুষকে খুন করেছে সন্ত্রাসবাদীরা। তারপরই ভারত জেহাদি ঘাঁটিগুলোতে হামলা চালায়। আমাদের নিশানা পাকিস্তান ছিল না। কিন্তু তারা পালটা হামলা চালিয়ে প্রমাণ করে দিয়েছে যে ইসলামাবাদই জঙ্গিদের পালন করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াই চলবে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1924749183296373137
প্রসঙ্গত, পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাতস্বরূপ গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। হামলা চলে সওয়া নাল্লা, সারজাল, মুরিদকে, কোটলি, কোটলি গুলপার, মেহমোন্না জোয়া, ভিমবের এবং ভাওয়ালপুরের জঙ্গিঘাঁটিতে। এই অভিযানে শতাধিক জঙ্গির মৃত্যু হয়। পরিবারের ১২ সদস্যকে হারায় জইশ-প্রধান মাসুদ আজহার। সংসদ হামলার মূলচক্রী মাসুদকে কান্দাহারের ঘটনায় মুক্তি দিতে বাধ্য হয়েছিল ভারত। এবার লস্কর প্রধান হাফিজ-সহ মোট তিন জনকে ফেরত চাওয়া হল।