প্রতিবেদন : দেশের বিজ্ঞানমহলে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন কিংবদন্তি ভারতীয় জ্যোতির্পদার্থবিজ্ঞানী জয়ন্ত নারলিকর।(Jayanta Narlikar) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।জ্যোতির্পদার্থবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে চিরকাল মনে রাখবে দেশ।
Read More: পাকিস্তানের হামলায় ক্ষতবিক্ষত ভূস্বর্গ! স্বজনহারাদের খবর নিতে কাশ্মীর সফর তৃণমূলের
বিজ্ঞানকে জনপ্রিয় করে তুলতে আজীবন সুনিষ্ঠ ছিলেন নারলিকর। বিজ্ঞান গবেষণার জন্য গড়েছেন একাধিক প্রতিষ্ঠান। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে নিজের বাড়িতে ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে অধ্যাপক নারলিকরের।(Jayanta Narlikar) সম্প্রতি শহরের একটি হাসপাতালে তাঁর নিতম্বের অস্ত্রোপচার হয়েছিল। এছাড়াও বার্ধক্যজনিত একাধিক শারীরিক অসুস্থতা ছিল। তিন মেয়ে রয়েছে নারলিকরের।

১৯৩৮ সালের ১৯ জুলাই মহারাষ্ট্রে জন্ম জয়ন্ত নারলিকরের। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তিনি। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়েই গণিত বিভাগের কৃতি অধ্যাপক ছিলেন জয়ন্ত নারলিকরের বাবা বিষ্ণু বাসুদেব নারলিকর। কেমব্রিজে গণিতশাস্ত্রে অসামান্য ব্যুৎপত্তির জন্য র্যাংলার এবং টাইসন পদক পান জয়ন্ত নারলিকর। এরপর দেশে ফিরে যোগ দেন মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1924747516861632815
উল্লেখ্য, স্থিতাবস্থা তত্ত্বের অন্যতম প্রবক্তা নারলিকর। ইংরেজি ও মারাঠি ভাষায় একাধিক বিজ্ঞান বিষয়ক গ্রন্থ রচনা করেছেন তিনি। পাশাপাশি, ভারতের অন্যতম বিশিষ্ট কল্পবিজ্ঞানের কাহিনিলেখকও ছিলেন নারলিকর। মাতৃভাষা মারাঠিতে রচিত তাঁর কল্পবিজ্ঞান কাহিনিগুলির অনুবাদ করা হয়েছে বিভিন্ন ভাষায়।