প্রতিবেদন : আরও একবার রেললাইনে নাশকতার চেষ্টা চালাল দুষ্কৃতীরা। উত্তরপ্রদেশে অল্পের জন্য রক্ষা পেল ডিব্রুগড়-দিল্লি রাজধানী এক্সপ্রেস।(Rajdhani Express) পাশাপাশি লাইনচ্যুত হতে হতে বাঁচল কাঠগোদাম। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, রেললাইনের উপর কাঠের গুঁড়ি ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। তবে চালকের তৎপরতায় ট্রেনদু’টি রক্ষা পেয়েছে।
Read More: কয়েক হাজার কোটির ঋণ জালিয়াতি! ইডির জালে ইউকো ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান
পুলিশ সূত্র অনুযায়ী, সোমবার সন্ধ্যায় হরদেই-লখনউ রেলপথে দলেলনগর ও অমরতালি স্টেশনের মাঝে দুটি ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা করা হয়। রেললাইনের উপর কাঠের গুঁড়ি ফেলে রাখে দুষ্কৃতীরা। রেললাইনে আর্থিন দেওয়ার লোহার তারের সঙ্গে আটকে রাখা হয় গুঁড়িটি। এই ঘটনা দেখতে পেয়ে শেষ মুহূর্তে এমারজেন্সি ব্রেক কষেন রাজধানী এক্সপ্রেসের(Rajdhani Express) চালক। ট্রেন থামার পর কাঠের গুঁড়ি সরিয়ে রেল আধিকারিকদের খবর দেন চালক। রাজধানী এক্সপ্রেসের ঠিক পিছনেই ছিল কাঠগোদাম-লখনউ এক্সপ্রেস। রেললাইনের উপর একই ঘটনা নজরে পড়তেই ব্রেক কষেন তিনিও।

তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হন আরপিএফ ও রেল কর্তারা। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পরিকল্পিতভাবে রেলে দুর্ঘটনার ষড়যন্ত্র করা হয়েছিল। চালক জরুরি ভিত্তিতে ব্রেক না কষলে ঘটতে পারত বড়সড় দুর্ঘটনা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1924477597926195524
উল্লেখ্য, এমন ঘটনা দেশে নতুন নয়। গত বছর ভারতের বিভিন্ন প্রান্তে রেলে নাশকতার এমন চিত্র প্রকাশ্যে এসেছিল। কোথাও ডিটোনেটরের সাহায্যে ট্রেনে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করা হয়, কোথাও বা সিমেন্টের স্লাব ফেলে রাখা হয় রেললাইনে। পরপর এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে রেলের নিরাপত্তা নিয়ে।