নয়াদিল্লি: জনপ্রিয় ইউটিউব ট্রাভেল ভ্লগার জ্যোতিকে পাক চরবৃত্তির অভিযোগে গত ১৭ মে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ। অপারেশন সিঁদুর অভিযান চালাকালীন ISI-কে একাধিক তথ্য পাচার করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।(Pakistani Spy) জানা যাচ্ছে, চলতি বছরের জানুয়ারি মাসে জ্যোতি পহলেগাঁও গিয়েছিলেন। ঠিক তার তিনমাস পরেই পহেলগাঁও-এ বুলেটবৃষ্টিতে প্রাণ হারান ২৬ জন নিরীহ মানুষ।
Read More: ‘কেন্দ্রের পাশে আছি’, ইউসুফ বিতর্কে ইতি টেনে সাফ জানালেন মমতা
সূত্রের খবর, জ্যোতির সেই পহেলগাঁও ভ্রমনই এখন গোয়ান্দাদের আতসকাচের তলায়। তদন্তকারীরা মনে করছেন, পহেলগাঁও থেকে ঘুরে আসার পর সেখানকার একাধিক তথ্য পাক গুপ্তচর সংস্থা আইএসআই-কে পাচার করেছিলেন জ্যোতি।(Pakistani Spy)

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন পুলিশ সুপার উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, “এটা কি শুধুই কাকতালীয় যে চলতি বছরের জানুয়ারিতে জ্যোতি পহেলগাঁও এসেছিলেন। নাকি এর পিছনে অন্য কোনও ব্যাপার রয়েছে? ইতিমধ্যেই পাক হাই কমিশনের আধিকারিক দানিশের সঙ্গে জ্যোতির যোগসূত্র মিলেছে। তাহলে কী পহলেগাঁওয়ের একাধিক তথ্য জ্যোতি দানিশকে দিয়েছিলেন?”
পাশাপাশি, জ্যোতির সঙ্গে যোগ মিলেছে ওড়িশার পুরীর এক সুন্দরী ইউটিউবারেরও। তাঁর তত্ত্বাবধানেই গত বছরের সেপ্টেম্বরে জগন্নাথ মন্দির ও কোনারক মন্দির পরিদর্শন করেছিলেন জ্যোতি। এদিকে জ্যোতির তিনবার পাকিস্তানে যাওয়ার কথাও জানতে পেরেছেন গোয়েন্দারা। সেখানে আইএসআই-র একাধিক আধিকারিকের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1924401111215059014
তদন্তকারীরা মনে করছেন, ভ্রমণগুলির পিছনে অন্য মতলব ছিল জ্যোতির। জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার একাধিক তথ্য তিনি পাক গুপ্তচর সংস্থা ISI- কে পাচার করেছিলেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে একাধিক নাশকতার ছক কষেছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা।
গোয়েন্দারা জানতে পেরেছেন, চরবৃত্তির জন্য জ্যোতিকে প্রশিক্ষণ দিয়েছিল দানিশ। ভারতে কর্মরত পাক হাই কমিশনের আধিকারিক দানিশকে গত ১৩ মে চরবৃত্তির অভিযোগে ভারত থেকে বহিস্কার করা হয়। তার সঙ্গেই জ্যোতির নিবিড় যোগসূত্র সামনে এসেছে।